AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বন্ধ কাবুল এয়ারস্পেস, বাতিল হল এয়ার ইন্ডিয়ার বিমানও, কীভাবে দেশে ফিরবেন আটকে পড়া ভারতীয়রা?

কাবুল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, হামিদ কারজাই বিমানবন্দরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে বিমান লুঠ হয়ে যাওয়ার সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। বিপত্তি এড়াতেই সকলকে বিমানবন্দরে যাওয়া থেকেও বিগত থাকার অনুরোধ করা হচ্ছে।

বন্ধ কাবুল এয়ারস্পেস, বাতিল হল এয়ার ইন্ডিয়ার বিমানও, কীভাবে দেশে ফিরবেন আটকে পড়া ভারতীয়রা?
বিমানবন্দর থেকে আফগানবাসীদের ফিরে আসার নির্দেশ দিয়েছে তালিবান।
| Edited By: | Updated on: Aug 16, 2021 | 1:01 PM
Share

নয়া দিল্লি: এ যেন বিমানবন্দর নয়, লোকাল ট্রেনে ওঠার ভিড়। চরম বিশৃঙ্খলা কাবুল বিমানবন্দরে (Kabul Airport)। বন্ধ করে দেওয়া হল কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারস্পেস (Airspace)। আজ থেকে আর কোনও অসামরিক বিমান চলাচল করবে না বলেই জানানো হয়েছে। এ দিনই আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য একটি এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight) যাওয়ার কথা ছিল, সেটিও আপাতত বাতিল করে দেওয়া হয়েছে।

সূত্রের দাবি, ইতিমধ্যেই নোটাম (NOTAM) বা “নোটিস টু এয়ারমেন” জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, কাবুলের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফেও জানানো হয়েছে, এ দিন দুপুর সাড়ে ১২টাতেই কাবুলের উদ্দেশ্যে একটি বিমান যাওয়ার কথা ছিল। কিন্তু এয়ারস্পেস বন্ধ হয়ে যাওয়ায় তা পাঠানো সম্ভব হবে না।

অন্যদিকে, আমেরিকা থেকে ভারতে এয়ার ইন্ডিয়ার যে বিমানগুলি আসার কথা ছিল, তার গতিপথও বদলে দেওয়া হবে আফগান এয়ারস্পেস বন্ধ থাকার কারণে। শিকাগো থেকে নয়া দিল্লিগামী একটি বিমান ও সান ফ্রান্সিসকো থেকে নয়া দিল্লি গামী একটি বিমানকেও অন্য পথে আনা হবে, মধ্য প্রাচ্যের কোনও একটি দেশে বিমানগুলি অবতরণ করা হতে পারে জ্বালানি ভরার জন্য। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফে আমেরিকার সঙ্গে যোগাযেগ করা হয়েছে পরিবর্তিত রুট নির্ধারণের জন্য।

আফগানিস্তান অসামরিক উড়ান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সমস্ত দেশের উড়ানেরই যেন গতিপথ পরিবর্তন করে নেওয়া হয়। কাবুলের এয়ারস্পেসের নিয়ন্ত্রণ যেকোনও মুহূর্তে হাতছাড়া হতে পারে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। বিমানের গতিবিধি রাখার ওয়েবসাইট ফ্লাইট ব়্যাডার ২৪-র তরফেও টুইট করে জানানো হয়েছে শিকাগো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের গতিপথ বদলে দেওয়া হয়েছে। বিমানটি আফগানিস্তান এয়ারস্পেসে ঢুকে পড়লেও কিছুক্ষণের মধ্যেই তা আবার বেরিয়ে আসে।

কাবুল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, হামিদ কারজাই বিমানবন্দরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে বিমান লুঠ হয়ে যাওয়ার সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। বিপত্তি এড়াতেই সকলকে বিমানবন্দরে যাওয়া থেকেও বিগত থাকার অনুরোধ করা হচ্ছে।

এ দিন সকাল থেকেই কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তালিবান শাসন থেকে মুক্তি পেতে হাজার হাজার কাবুলবাসী বিমানবন্দরে পালিয়ে আসেন। সেখান থেকে যে কোনও বিমান ধরে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এ দিকে তাদের পিছু পিছু তালিবান মুজাহিদ্দিনের জঙ্গিরাও ঢুকে পড়ে। গুলির লড়াই শুরু হয় মার্কিন সেনার সঙ্গে।  আরও পড়ুন: ‘বন্দুক-তরবারির বিচারে জিতে গেল তালিবান’, দেশ ছাড়ার পর বার্তা আসরাফ ঘানির