Kalpana Soren: মুখ্যমন্ত্রী স্বামী রয়েছেন জেলে, তাতেও জয় আটকালো না স্ত্রীর

Hemant Soren's Wife: গান্দে বিধানসভা উপনির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র প্রার্থী ছিলেন কল্পনা। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন দিলীপ কুমার ভার্মা। এই দুজনের মধ্যেই মূলত লড়াই হয়েছে ওই কেন্দ্রে। সেই লড়াইয়ে বিজেপি প্রার্থীকে ২৭ হাজার ১৪৯ ভোটে হারিয়েছেন কল্পনা। তিনি পেয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৮২৭টি ভোট।

Kalpana Soren: মুখ্যমন্ত্রী স্বামী রয়েছেন জেলে, তাতেও জয় আটকালো না স্ত্রীর
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jun 06, 2024 | 3:42 PM

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে থাকার সময়ই হেমন্ত সোরেনের বিরুদ্ধে দু্র্নীতির অভিযোগ ওঠে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এ বছরের শুরুতে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তখন অবশ্য মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। ঝাড়খণ্ডে লোকসভা নির্বাচনের পাশাপাশি গান্দে বিধানসভা কেন্দ্রে হয়েছে উপনির্বাচন। সেখানেই দাঁড়িয়েছিলেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা মুর্মু সোরেন। হেমন্ত জেলে থাকলেও জয় পেতে সমস্যা হয়নি কল্পনার। উপনির্বাচনে জিতে বিধায়ক হলেন তিনি।

গান্দে বিধানসভা উপনির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র প্রার্থী ছিলেন কল্পনা। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন দিলীপ কুমার ভার্মা। এই দুজনের মধ্যেই মূলত লড়াই হয়েছে ওই কেন্দ্রে। সেই লড়াইয়ে বিজেপি প্রার্থীকে ২৭ হাজার ১৪৯ ভোটে হারিয়েছেন কল্পনা। তিনি পেয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৮২৭টি ভোট।

ভোটে জিতে স্বাভাবিকভাবেই নিজের খুশি গোপন করেননি কল্পনা। স্বামী হেমন্ত জেলে থাকায় তাঁর দায়িত্ব যে অনেকগুণ বেশি, তাও মেনে নিয়েছেন। তিনি বলেছেন, “মানুষের এই সমর্থন পেয়ে আমি আপ্লুত। ভোটারদের বুকভরা ভালোবাসা। গুরু শিবু সোরেনজি এবং হেমন্তজিকে ধন্যবাদ। মানুষের জন্য নিরলস কাজ করে যেতে চাই। এটা ইন্ডিয়া জোটের ঐক্য দেখিয়ে দিয়েছে।” বিধানসভার প্রচারের তাঁর স্বামীর সঙ্গে যে অন্যায় হয়েছে, তা ইস্যু করে সরব হয়েছিলেন কল্পনা। তাতে যে কাজ হয়েছে, তা বুঝিয়ে দিচ্ছে এই ফল।