Kapil Sibal: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটে বড় জয় কপিল সিব্বালের, শুভেচ্ছা মমতার
Kapil Sibal: বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, কপিল সিব্বাল ১ হাজার ৬৬টি ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রদীপ রাই পেয়েছেন ৬৮৯টি ভোট। এর আগে ২০০১-০২ সালে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে ছিলেন সিব্বাল। তার আগে আরও দু'বার এই পদে থেকেছেন তিনি, ১৯৯৫ থেকে ১৯৯৬ ও ১৯৯৭-৯৮ সাল।
কলকাতা: সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের (SCBA) নয়া সভাপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল। বৃহস্পতিবার নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর এই জয়ে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লেখেন, ‘সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে ল্যান্ডস্লাইড মার্জিনে জয়ের জন্য কপিলজী আপনাকে শুভেচ্ছা। আমাদের সকলের সমর্থন আপনার সঙ্গে ছিল। আমাদের আইন জগৎকে আপনি গর্বিত করেছেন। আমাদের সকলের হয়ে গণতন্ত্রের জন্য আপনার লড়াই জারি থাকুক।’ শুভেচ্ছা জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশও।
বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, কপিল সিব্বাল ১ হাজার ৬৬টি ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রদীপ রাই পেয়েছেন ৬৮৯টি ভোট। এর আগে ২০০১-০২ সালে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে ছিলেন সিব্বাল। তার আগে আরও দু’বার এই পদে থেকেছেন তিনি, ১৯৯৫ থেকে ১৯৯৬ ও ১৯৯৭-৯৮ সাল।
Congratulations Kapil Sibal Ji @KapilSibal for winning the Supreme Court Bar Association Presidency by landslide margin ! Your win with support from all of us in this important body in our legal world makes us proud. Keep on fighting your battles for democracy for all of us!
— Mamata Banerjee (@MamataOfficial) May 16, 2024
Kapil Sibal has just been elected as President of the Supreme Court Bar Association by a landslide.
This is a big win for liberal, secular, democratic, and progressive forces. This is also, in the outgoing PM’s words, a trailer for the changes that will happen very soon…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 16, 2024
হার্ভার্ড ল’ স্কুল থেকে গ্র্যাজুয়েশন কপিল সিব্বালের। ভারতের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল পদে থেকেছেন ১৯৮৯ থেকে ৯০ সাল পর্যন্ত। ১৯৮৩ সালে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে উন্নীত হন। জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘উদার, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও উন্নয়নের পথে হাঁটে যারা, তাদের জন্য এটা বড় জয়।’