AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karnataka Assembly Election 2023: ভোটব্যাঙ্ক নয় কর্নাটকে উন্নয়ন চান মোদী, ‘পাপেট’ সরকারকে সরাতে মরিয়া কংগ্রেস

Karnataka Election: কর্নাটক সরকারের পেশ করা বাজেটে মন্দির নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে। রামনগরে রামমন্দির নির্মাণের কথাও ঘোষণা করা হয়েছে।

Karnataka Assembly Election 2023: ভোটব্যাঙ্ক নয় কর্নাটকে উন্নয়ন চান মোদী, ‘পাপেট’ সরকারকে সরাতে মরিয়া কংগ্রেস
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 10:55 AM
Share

বেঙ্গালুরু: ভোটরঙ্গ জমে উঠেছে কর্নাটকে। শাসক-বিরোধী তরজায় জমজমাট ভোট পূর্ববর্তী লড়াই। পাঁচ বছর আগে কর্নাটকের ক্ষমতা দখলের জন্য বিরল নাটকের সাক্ষী ছিল গোটা দেশ। সুপ্রিম কোর্টে মামলা, কংগ্রেস-জেডিএস সরকার গড়েও তা ধরে রাখতে পারেনি। অন্য দিকে বিজেপি পরে ক্ষমতা দখল করে সেই রাজ্যে। সেই ক্ষমতা ধরে রাখতে তৎপর পদ্মশিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার ছুটে গিয়েছেন দক্ষিণ ভারতের এই রাজ্যে। বিরোধীদের আক্রমণ শানিয়ে গেরুয়া শাসনের পক্ষে মানুষকে থাকার বার্তা দিয়েছেন। বিজেপির কেন্দ্রীয় নেতা এবং আরএসএসও সে রাজ্যে সক্রিয় ক্ষমতা ধরে রাখতে। সেই লক্ষে কর্নাটকের স্থানীয় নেতারা রাত দিন প্রচার চালিয়ে যাচ্ছেন। বসে নেই সে রাজ্যের বিরোধী দল কংগ্রেস ও জেডিএস। তাঁরা বিজেপিকে হঠাতে পৌঁছে যাচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি। যদিও এখনও সেখানে ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে কর্নাটকে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা সম্প্রতি বলেছেন এপ্রিলের ১০-১২ তারিখে হতে পারে ভোটের ঘোষণা।

কর্নাটকে প্রচারে গিয়ে কংগ্রেস এবং জেডিএস-তে কড়া ভাষায় আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানুয়ারি মাসে সেখানে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে মোদী সাফ জানান, ভোট ব্যাঙ্ক বানানো নয়, রাজ্যের উন্নয়নই তাঁর একমাত্র লক্ষ্য। কর্নাটকের জনসভা থেকেই বিরোধীদের বিরুদ্ধে ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগ তোলেন। সেই সঙ্গে কর্নাটকবাসীকে ডবল ইঞ্জিন সরকার গড়ে উন্নয়ন যাত্রায় সওয়ার হতে বলেন। যদিও কর্নাটক সরকারের পেশ করা বাজেটে মন্দির নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে। রামনগরে রামমন্দির নির্মাণের কথাও ঘোষণা করা হয়েছে।

ভোটের ঘোষণা না হলেও প্রচারে পিছিয়ে নেই কংগ্রেস। বিজেপি-কে হঠাতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের নেতৃত্বও নজর কাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের জনগণের কাছে পৌঁছতে বাস যাত্রা শুরু করেছে। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তুলেছে তাঁরা। সাম্প্রদায়িকতা ফাঁদ থেকে মানুষকে বের করতে প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে তাঁরা। বাসযাত্রার পাশপাশি ১৬ ফেব্রুয়ারি ডোর টু ডোর প্রচার শুরু করেছে কংগ্রেস। ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রচারে বেরিয়ে কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বোম্মাই সরকারকে নাচের পুতুল বলেও আক্রমণ শানাচ্ছেন কংগ্রেস নেতারা।