AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DK Shivakumar: ‘এই বছর কোনও উন্নয়ন করতে পারব না’, ক্ষমতায় আসার ২ মাসের মধ্যেই ঘোষণা উপমুখ্যমন্ত্রীর

Karnataka Government: উপমুখ্যমন্ত্রী শিবকুমারের কাছে ক্ষোভ প্রকাশ করছিলেন বিধায়করা। তাদের ক্ষোভের জবাবেই শিবকুমার বলেন, "এই বছরের জন্য় আমাদের ৪০ হাজার কোটি টাকা সরিয়ে রাখতে হয়েছে। এই বছরে আমরা কোনও নতুন উন্নয়ন কাজ করতে পারব না।

DK Shivakumar: 'এই বছর কোনও উন্নয়ন করতে পারব না', ক্ষমতায় আসার ২ মাসের মধ্যেই ঘোষণা উপমুখ্যমন্ত্রীর
উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 12:50 PM
Share

বেঙ্গালুরু: দক্ষিণী রাজ্য কর্নাটকে (Karnataka) চলতি বছরের বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল করেছে কংগ্রেস। বিজেপি(BJP)-কে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। রাজ্যবাসী অনেক প্রত্যাশা নিয়েই কংগ্রেসকে ক্ষমতায় এনেছে। কিন্তু ক্ষমতা বদলের কয়েক মাসের মধ্যেই বড় ঘোষণা করল নতুন সরকার। উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Shivakumar) জানিয়ে দিলেন, এই বছর কংগ্রেস (Congress) সরকার কোনও উন্নয়নমূলক কাজ করতে পারবে না।

বুধবার দলীয় কর্মীদের সঙ্গে আলোচনার মাঝেই এই ঘোষণা করেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। ক্ষুব্ধ দলীয় কর্মীদের বুঝিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে যে পাঁচ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করার জন্য বিপুল অর্থের প্রয়োজন। সরকারের ভাঁড়ারে টান পড়ার কারণেই এই বছর কোনও উন্নয়নমূলক কাজ করা সম্ভব নয়। আজ, বৃহস্পতিবার কংগ্রেসের সংসদীয় পার্টি মিটিংয়ে বিধায়করা দলীয় কর্মীদের বিষয়টি বুঝিয়ে বলবেন।

জানা গিয়েছে, রাজ্যে উন্নয়ন কাজে দেরী ও মন্ত্রীরা সবসময় উপলব্ধ না থাকা নিয়েই উপমুখ্যমন্ত্রী শিবকুমারের কাছে ক্ষোভ প্রকাশ করছিলেন বিধায়করা। তাদের ক্ষোভের জবাবেই শিবকুমার বলেন, “এই বছরের জন্য় আমাদের ৪০ হাজার কোটি টাকা সরিয়ে রাখতে হয়েছে। এই বছরে আমরা কোনও নতুন উন্নয়ন কাজ করতে পারব না। এমনকী সেচ ও জনসাধারণের জন্য পরিষেবার ক্ষেত্রেও আমরা কোনও বরাদ্দ করতে পারছি না। তবে অনেক প্রত্যাশা রয়েছে। আমরা বিধায়কদের অপেক্ষা করতে বলেছি। সিএলপি মিটিং-এ এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।”

গত মাসেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেন। এরমধ্যে ৩৫ হাজার কোটি টাকা সরকারের পাঁচটি প্রতিশ্রুতি বরাদ্দ করেন। এরফলে সরকারের ঘাড়ে ধারের বোঝা বেড়েছে। বর্তমানে কর্নাটক সরকারের আর্থিক ঘাটতির পরিমাণ ১২ হাজার ৫২২ কোটি টাকা।