Cauvery Water Crisis: কাবেরীর জলে কার ভাগ কতটা? পড়শি ২ রাজ্যের বিরোধ চরমে, রাতভর অবস্থান বিক্ষোভ কৃষকদের
Karnataka Vs Tamil Nadu: কাবেরী জল নিয়ে সমস্যা মেটাতে, আজ বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। অন্যদিকে, তামিলনাড়ু সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কর্নাটক সরকার যাতে অবিলম্বে জল ছাড়ে, তার আবেদন জানিয়ে।

বেঙ্গালুরু: নায্য জল দিচ্ছে না পড়শি রাজ্য। কাবেরীর জল নিয়ে চরমে উঠল বিরোধ। কাবেরী নদীর জল ছাড়ছে না কর্নাটক (Karnataka) সরকার। তার জেরে চরম সঙ্কটে পড়তে হয়েছে তামিলনাড়ু(Tamil Nadu)-র কৃষকদের। চাষের জন্য পর্যাপ্ত জলও মিলছে না। সমস্যার সমাধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-কে সম্প্রতিই চিঠি লিখেছিলেন তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। এরপরই কাবেরী জল নিয়ামক কমিটির তরফে ১৫ দিনের মধ্যে কর্নাটককে ৫ হাজার কিউসেক জল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে, জল দিতে নারাজ কর্নাটকের কৃষকরা। বুধবার কমিটির নির্দেশের বিরুদ্ধেই প্রতিবাদে নামেন কৃষকরা। রাতভর তারা মোমবাতি মিছিল ও অবস্থান করেন। কংগ্রেস সমর্থিত নির্দল বিধায়ক দর্শন পুত্তানাইয়াও এই বিক্ষোভে যোগ দেন।
বুধবার সকাল থেকেই কর্নাটকের শ্রীরঙ্গপটনার কাছে অবস্থিত মাণ্ড্যতে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাত গড়ালেও তারা অবস্থান বিক্ষোভ তোলেননি। রাতভর পথ আটকে বসে থাকেন বিক্ষুদ্ধ কৃষকরা। তাদের দাবি, কাবেরীর জল যদি ছাড়া হয়, তবে কর্নাটকে চাষের জন্য পর্যাপ্ত জল আর পাওয়া যাবে না।
এদিকে, কাবেরী জল নিয়ে সমস্যা মেটাতে, আজ বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। অন্যদিকে, তামিলনাড়ু সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কর্নাটক সরকার যাতে অবিলম্বে জল ছাড়ে, তার আবেদন জানিয়ে।
কর্নাটক সরকারের তরফে হলফনামা দাখিল করে জানানো হয়েছে, কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটির তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা এই অনুমান করেই দেওয়া হয়েছে যে বাকি বর্ষার মরশুমের মতো এবারও সম পরিমাণ বৃষ্টি হয়েছে। কিন্তু তা হয়নি। এবার যথেষ্ট বৃষ্টির ঘাটতি রয়েছে। রাজ্যের পক্ষে জল ছাড়া সম্ভব নয়। যদি এখন কাবেরীর জল ছাড়া হয়, তবে ভাঁড়ার শূন্য হয়ে যাবে এবং কর্নাটকে পানীয় জলের ব্যাপক সঙ্কট দেখা যাবে।
উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও বুধবার সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, “আগামিকাল আমি দিল্লি যাচ্ছি আইনজীবীদের পরামর্শ নিতে। শুক্রবার আদালতে তামিলনাড়ুর আবেদনের শুনানি রয়েছে। তামিলনাড়ু ২৪-২৫ হাজার কিউসেক জল চাইছে। আমাদের পক্ষে ৩ হাজার কিউসেকের বেশি জল দেওয়া সম্ভব নয়।”
প্রসঙ্গত, কাবেরীর জল নিয়ে বহু দশক ধরেই দুই রাজ্যের মধ্যে বিরোধ। জল বন্টনের এই সমস্যা মেটাতে ১৯৯০ সালে কেন্দ্রের তরফে কাবেরী ওয়াটার ডিসপুট ট্রাইবুনাল তৈরি করে।
