Video: ‘ইন্ডিয়া’ ও ‘ভারত’ নামের পার্থক্য ব্যাখ্যা করলেন লালুপ্রসাদ, ভাইরাল পুরনো ভিডিয়ো

Lalu Prasad Yadav: আমাদের দেশের দুটো রূপ। একটা গ্রাম, যা 'ভারত'। অন্যটি শহর, যার নাম 'India'। তাই পটনাতে নিম দিয়ে দাঁত মাজলেও 'India' দিল্লিতে তা করা যায় না। এমনই মত RJD সুপ্রিমো লালু প্রসাদ যাদবের।

Video: 'ইন্ডিয়া' ও 'ভারত' নামের পার্থক্য ব্যাখ্যা করলেন লালুপ্রসাদ, ভাইরাল পুরনো ভিডিয়ো
লালু প্রসাদ যাদব।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 11:38 PM

পটনা: আমাদের দেশের দুটো রূপ। একটা গ্রাম, যা ‘ভারত’। অন্যটি শহর, যার নাম ‘India’। তাই পটনাতে নিম দিয়ে দাঁত মাজলেও ‘India’ দিল্লিতে তা করা যায় না। এমনই মত RJD সুপ্রিমো লালু প্রসাদ যাদবের। ইন্ডিয়া নাম বদলে ভারত নাম হওয়ার জল্পনার মধ্যে লালু প্রসাদ যাদবের ‘ইন্ডিয়া’ ও ‘ভারত’ নামের ব্যাখ্যা নিয়ে পুরানো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে?

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সাদা ধুতি ও গেঞ্জি পরে গ্রামের রাস্তা ধরে হাঁটতে-হাঁটতে একটি সাক্ষাৎকার দিচ্ছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। সেখানে তিনি বলেন, পটনায় নিম দাঁতন দিয়ে দাঁত মাজছেন। এটাকেই ‘ভারত’ বলে। কিন্তু, দিল্লিতে তিনি সেটা করতে পারবেন না। তাই দিল্লি ‘ইন্ডিয়া’।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের নাম নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। দেশের নাম ‘ইন্ডিয়া’ আর থাকবে না, ‘ভারত’ করা হবে বলে জল্পনা শুরু হয়েছে। মূলত, রাষ্ট্রপতির পাঠানো জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্রে দেখা যায়, রাষ্ট্রপতিকে ‘প্রেসিডেন্ট অব ভারত’ হিসাবে উল্লেখ করা হয়। এখান থেকেই বিতর্কের শুরু। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন বসতে চলেছে। সেই অধিবেশনে কেন্দ্র দেশের নাম স্থায়ীভাবে পরিবর্তন করার জন্য বিল আনতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে মানচিত্র থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক-সহ সরকারি সমস্ত প্রতিষ্ঠানের নাম বদল করতে হবে।