Lithium: জম্মু-কাশ্মীরে মজুত লিথিয়ামের নিলাম করবে ভারত
Lithium: বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য লিথিয়াম একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল। চলতি বছরের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরে মিলেছে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) এই লিথিয়ামের খোঁজ পেয়েছে।
নয়া দিল্লি: জম্মু-কাশ্মীরে রয়েছে লিথিয়ামের সম্ভার। এবার সেই লিথিয়াম (Lithium) নিলামে তুলবে সরকার। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লিথিয়াম নিলামে তোলা হবে বলে সরকার সূত্রের খবর। এমনকি বিদেশী খনি শ্রমিকরাও লিথিয়াম কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরে মিলেছে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) এই লিথিয়ামের খোঁজ পেয়েছে।
এক প্রতিবেদনে প্রকাশিত, রাষ্ট্রীয় মালিকানাধীন যৌথ উদ্যোগে বিদেশে খনিজ সন্ধানের জন্য গঠিত KABIL (খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড) আর্জেন্টিনায় কয়েকটি লিথিয়াম ব্লক সুরক্ষিত করার ব্যাপারে চূড়ান্ত পর্যায়ে আলোচনা চালাচ্ছে।। তাছাড়া, লিথিয়াম ব্লক সুরক্ষিত করার জন্য চিলি সরকারের সঙ্গেও আলোচনা চলছে।
লিথিয়ামের গুরুত্ব
বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য লিথিয়াম একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল। বলা ভাল, বৈদ্যুতিক গাড়ির জন্য একমাত্র বিকল্প হল লিথিয়াম ব্যাটারি। এটি বিভিন্ন তাপমাত্রায় আরও কাজ করতে সক্ষম এবং নিরাপদ। ফলে বর্তমানে লিথিয়ামের চাহিদা ক্রমশ বাড়ছে। কেননা ব্যাটারি চালিত গাড়ির চাহিদা বাড়ছে।