Kangana Ranaut: ‘আমি গর্বিত হিন্দু…’, গোমাংস ভক্ষণ নৈব নৈব চ পদ্ম প্রার্থী কঙ্গনার

Kangana Ranaut: সম্প্রতি মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়ার দাবি করেছেন, অভিনেত্রী নাকি অতীতে একবার বলেছিলেন তিনি গোমাংস খান। কিন্তু তারপরও বিজেপি তাঁকে ভোটের টিকিট দিয়েছে। এবার সেই আক্রমণের জবাব দিলেন কঙ্গনা।

Kangana Ranaut: আমি গর্বিত হিন্দু..., গোমাংস ভক্ষণ নৈব নৈব চ পদ্ম প্রার্থী কঙ্গনার
কঙ্গনা রানাউতImage Credit source: Facebook

|

Apr 08, 2024 | 11:05 PM

নয়া দিল্লি: গোমাংস বিতর্কে এবার কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। ভোটের মুখে অভিনেত্রীর নাম জড়িয়ে ‘গোমাংস খাওয়ার’ ইস্যু বিভিন্ন গুজব ও অভিযোগ উঠে আসতে শুরু করেছে বিরোধী শিবির থেকে। এবার সেই ইস্য়ুতে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন কঙ্গনা বলে দিলেন, তিনি ‘গর্বিত হিন্দু’। বলিউডে একের পর এক ধামাকা দিয়ে এবার রাজনীতির ময়দানে পা রেখেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিনি। ফলে রাজনীতির ময়দানে ধেয়ে আসা আক্রমণও সামলাতে হচ্ছে বিজেপির তারকা প্রার্থীকে।

সম্প্রতি মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়ার দাবি করেছেন, অভিনেত্রী নাকি অতীতে একবার বলেছিলেন তিনি গোমাংস খান। কিন্তু তারপরও বিজেপি তাঁকে ভোটের টিকিট দিয়েছে। এবার সেই আক্রমণের জবাব দিলেন কঙ্গনা। তবে এক্স হ্যান্ডেলে বলিউড অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে পুরোটাই ভিত্তিহীন গুজব রটানো হচ্ছে। অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি গোমাংস বা অন্য কোনও রকম রেড মিট (খাসির মাংস, ভেড়ার মাংস ইত্যাদি) খাই না। আমার নামে যে গুজব রটানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও লজ্জাজনক। যোগচর্চা ও আয়ুর্বেদের মাধ্যমে কীভাবে জীবন কাটানো যায়, কয়েক দশক ধরে আমি সেটাই প্রচার করছি। এসব করে আমার ভাবমূর্তি নষ্ট করা যাবে না। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি গর্বিত হিন্দু। কোনও কিছুই তাঁদের ভুল বোঝাতে পারবে না।’

উল্লেখ্য, কঙ্গনার পাশে দাঁড়িয়ে বিজেপি নেত্রী শাইনা এন সি’ও একহাত নিয়েছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতাকে। বিজয় ওয়াদেত্তিয়ারের এই মন্তব্যের জন্য কংগ্রেসকে ‘মহিলা-বিরোধী’ বলে কটাক্ষ করেছেন তিনি।