Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi Vs Om Birla: ‘৭-৮ দিন ধরে কথা বলতে পারছি না’, সংসদের বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর অভিযোগ রাহুলের

Rahul Gandhi Vs Om Birla: উল্লেখ্য, রাহুলের তোলা অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষের মুখে কোনও পাল্টা মন্তব্য শোনা না গেলেও, মুলতুবি তুলে অধিবেশন শুরু হতেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, 'আমি মনে করি, বিরোধী দলনেতা সংসদের নিয়ম অনুযায়ী আচরণ করবেন ও অধিবেশনকে অব্যহত রাখবেন।'

Rahul Gandhi Vs Om Birla: '৭-৮ দিন ধরে কথা বলতে পারছি না', সংসদের বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর অভিযোগ রাহুলের
রাহুল গান্ধীImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 26, 2025 | 2:58 PM

নয়াদিল্লি: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার লোকসভা মুলতুবি হওয়ার পর সংসদের বাইরে বেরিয়ে রাহুলের অভিযোগ, ‘অধ্যক্ষ তাঁকে কথা বলা কোনও সুযোগই দিচ্ছেন না।’

এদিন সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমি জানি না ঠিক কী হচ্ছে, আমি ওনার কাছে অনুরোধ করেছিলাম, আমাকে কথা বলতে দেওয়ার জন্য কিন্তু তা এড়িয়েই চলে গেলেন। এভাবে একটা সংসদ পরিচালনা করা যায় না। উনি নিজে বেরিয়ে গিয়ে, আমার কথা বলার পথ বন্ধ করে দিলেন।’

রাহুলের আরও অভিযোগ, ‘তিনি আমার বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ করেন। কিন্তু তার পরিবর্তে আমি কিছু বলতে যাব তখনই সংসদে মুলতুবি প্রস্তাব রেখে দিলেন তিনি।’ রাহুলের এই অভিযোগকে ইস্যু করে সংসদের বাইরেই পারদ চড়াতে দেখা যায় অন্যান্য কংগ্রেস সাংসদদের।

তবে শুধুই লোকসভার অধ্যক্ষ নয়। বিরোধীদের ‘মুখ বন্ধ’ করার অভিযোগ তুলে কেন্দ্রের দিকেও তোপ দেগেছেন রাহুল। তাঁর কথায়, ‘এটা একটা নতুন কৌশল। এখানে বিরোধীদের কোনও জায়গা নেই। যে দিন প্রধানমন্ত্রী মহাকুম্ভ নিয়ে সংসদে দাঁড়িয়ে ভাষণ দেন, সেই দিন ওই প্রসঙ্গে আমিও কিছু বলতে চেয়েছিলাম। তার পাল্টা দেশের বেকারত্বের দিকটাও তুলে ধরতে চেয়েছিলাম। কিন্তু সেই দিনও আমাকে একটা রাও কাটতে দেওয়া হয়নি।’ তাঁর আরও সংযোজন, ‘এত দিন ধরে অধিবেশন চলছে। কিন্তু আমি একটাও কথা বলিনি। গত ৭-৮ দিন ধরে কৌশল এঁটে আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। যা গণতন্ত্র-বিরোধী।’

উল্লেখ্য, রাহুলের তোলা অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষের মুখে কোনও পাল্টা মন্তব্য শোনা না গেলেও, মুলতুবি তুলে অধিবেশন শুরু হতেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, ‘আমি মনে করি, বিরোধী দলনেতা সংসদের নিয়ম অনুযায়ী আচরণ করবেন ও অধিবেশনকে অব্যহত রাখবেন।’