AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Cylinder: বাড়িতে ডেলিভারি হবে না LPG সিলিন্ডার! গ্রাহকরা পড়তে পারেন চরম সমস্যায়

LPG Cylinder: এপ্রিল মাসেই বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বেড়েছে। গ্রাহকদের চিন্তা বাড়িয়ে এবার মে মাস থেকে শুরু হচ্ছে নতুন ঝক্কি।

LPG Cylinder: বাড়িতে ডেলিভারি হবে না LPG সিলিন্ডার! গ্রাহকরা পড়তে পারেন চরম সমস্যায়
বাড়িতে ডেলিভারি হবে না এলপিজি সিলিন্ডার?Image Credit: PTI
| Updated on: Apr 21, 2025 | 8:57 AM
Share

নয়া দিল্লি: এপ্রিল মাসেই বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বেড়েছে। গ্রাহকদের চিন্তা বাড়িয়ে এবার মে মাস থেকে শুরু হচ্ছে নতুন ঝক্কি। মে মাস থেকে এলপিজি সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে। বাড়তে পারে সিলিন্ডারের খরচও। এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের তরফে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদি ধর্মঘট হয়, তবে সাধারণ মানুষের গ্যাস সিলিন্ডার পেতে সমস্যা হবে।

জানা গিয়েছে, রবিবারই এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে তাদের কমিশন বাড়াতে হবে। তিন মাসের মধ্যে যদি অতিরিক্ত কমিশন সহ একাধিক দাবি পূরণ না করা হয়, তবে তারা ধর্মঘট করবেন। অ্যাসোসিয়েশনের সভাপতি বি এস শর্মা এক বিবৃতিতে জানান যে শনিবার ভোপালে অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “বিভিন্ন রাজ্য থেকে আসা সদস্যরা দাবি প্রস্তাব অনুমোদন করেছে। আমরা এই দাবি নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককেও চিঠি লিখেছি। এলপিজি সরবরাহকারীদের বর্তমান কমিশন খুবই কম। মূল্যবৃদ্ধির যুগে তা ব্যয়ের সঙ্গে কোনওভাবেই সঙ্গতিপূর্ণ নয়।”

ইউনিয়নের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে বলা হয়েছে, এলপিজি সিলিন্ডার ডেলিভারির জন্য কমিশন কমপক্ষে ১৫০ টাকা করা উচিত। চিঠিতে আরও বলা হয়েছে যে এলপিজির সরবরাহ তার চাহিদা এবং সরবরাহের উপর ভিত্তি করে। কিন্তু, তেল কোম্পানিগুলি জোরপূর্বক আইন বিরোধী কাজ করছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যদি তিন মাসের মধ্যে কমিশন বৃদ্ধি না করা হয়, এবং বাকি সমস্যাগুলির সমাধান না হয়, তবে তারা দীর্ঘমেয়াদী ধর্মঘটে বসবেন।