Minor Assault: প্রায় এক দশক জেল খাটার পর ফের একই অপরাধে গ্রেফতার ব্যক্তি
Minor assault: নাবালিকাকে ধর্ষণের অপরাধে সাড়ে ৭ বছর জেল খেটে বছর দেড়েক আগে মুক্তি পেয়েছে। গত বুধবার সন্ধ্যায় ৫ বছরের আরেক নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ।
সাতনা: প্রায় এক দশক জেল খাটার পরেও স্বভাব বদলায়নি। সাড়ে চার বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে সাড়ে ৭ বছর জেল খেটেছিল। জেল থেকে ছাড়া পেয়ে দেড় বছরের মধ্যে ফের একই অপরাধ করার অভিযোগ উঠল ৩৫ বছর বয়সি ওই ব্যক্তির বিরুদ্ধে। এবার ওই ব্যক্তির পাশবিক নির্যাতনের শিকার হয়েছে ৫ বছরের এক দলিত-কন্যা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাতনা জেলায়।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির নাম রাকেশ ভার্মা। সাতনার কৃষ্ণ নগর এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সি রাকেশ নাবালিকাকে ধর্ষণের অপরাধে সাড়ে ৭ বছর জেল খেটে বছর দেড়েক আগে মুক্তি পেয়েছে। গত বুধবার সন্ধ্যায় ৫ বছরের আরেক নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন শহরের পুলিশ সুপার (CSP) মহেন্দ্র সিং। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, নির্যাতিতা বালিকা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ বছর আগে সাড়ে চার বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে জেল খাটে রাকেশ ভার্মা। আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিলেও ভাল ব্যবহারের জন্য সাড়ে ৭ বছরেই তার সাজার মেয়াদ শেষ হয়। বছর দেড়েক আগেই সে জেল থেকে মুক্তি পেয়েছে। ফের সেই একই ঘৃণ্য কাজ করার অভিযোগ উঠল রাকেশ ভার্মার বিরুদ্ধে। এবার ৫ বছরের এক বালিকাকে ক্যান্ডির প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
নাবালিকার ঠাকুমা জানান, গত বুধবার বিকেল ৫টা নাগাদ তাঁর ৫ বছরের নাতনিকে ক্যান্ডির প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায় রাকেশ। তিনি নাতনির পিছনে দৌড় দেন। কিন্তু, রাকেশ নাবালিকাকে একটি অটোয় তুলে কৃষ্ণা নগরের দিকে চলে যায়। এরপর তাঁর চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারেন। তারপর পুলিশ নাবালিকাটির খোঁজ শুরু করলে দু-ঘণ্টা পর তার হদিশ পায়। কিন্তু, ততক্ষণে সে যৌন নির্যাতনের শিকার হয়েছে। নাবালিকাটির শারীরিক অবস্থা খুবই গুরুতর ছিল। পুলিশ নাবালিকাটিকে উদ্ধার করে রেওয়ায় সঞ্জয় গান্ধী মেমোরিয়্যাল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। সেখানকার চিকিৎসক জানান, নাবালিকাটি ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে সে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাকেশ ভার্মাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন সাতনার পুলিশ আধিকারিক।