AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জঙ্গিদের বোন…’, কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য মন্ত্রীর! আদালত করল বড় পদক্ষেপ

Colonel Sofiya Qureshi: শুধুমাত্র ধর্মের ভিত্তিতে বিচার করে কর্নেল সোফিয়ার সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্য করায় তীব্র নিন্দার ঝড় ওঠে। বিজয় শাহ প্রথমে বিষয়টি গুরুত্ব দিতে না চাইলেও, পরে তিনি ক্ষমা চাইতে বাধ্য হন।

'জঙ্গিদের বোন...', কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য মন্ত্রীর! আদালত করল বড় পদক্ষেপ
সোফিয়া কুরেশি সম্পর্কে অবমাননাকর মন্তব্য মন্ত্রীর।Image Credit: X
| Updated on: May 15, 2025 | 11:46 AM
Share

ভোপাল: কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে অবমাননাকর ও সাম্প্রদায়িক মন্তব্য, মধ্য প্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে দায়ের হল মামলা। মধ্য প্রদেশ হাই কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করে এবং পুলিশকে অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছে।

ভারতের “অপারেশন সিঁদুরে”র মুখ ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কম্যান্ডার ব্যোমিকা সিং। তারাই ভারতের অভিযান নিয়ে যাবতীয় তথ্য জনগণকে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিক্রম মিশ্রির সঙ্গে।  ব্যোমিকা সিংকে নিয়ে কোনও বিতর্ক না হলেও, ব্যাপক চর্চায় কর্নেল সোফিয়া কুরেশি।

মঙ্গলবার মধ্য প্রদেশের আদিবাসী বিষয়ক মন্ত্রী বিজয় শাহ বলেন, “জঙ্গিরা আমাদের মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছে, আমরা ওদের বোনকেই তার যোগ্য জবাব দিতে পাঠিয়েছি। ওরা হিন্দুদের নগ্ন করে খুন করেছিল। মোদীজি ওদের বোনকেই পাঠিয়েছিলেন তার জবাব দেওয়ার জন্য। আমরা ওদের পোশাক খোলাতে পারিনি, তাই ওদের সম্প্রদায়ের এক মেয়েকেই পাঠিয়েছিলাম…মোদীজি প্রমাণ করলেন, ওদের সম্প্রদায়ের মেয়েকেও পাকিস্তানে পাঠানো যায় প্রতিশোধ নেওয়ার জন্য।”

শুধুমাত্র ধর্মের ভিত্তিতে বিচার করে কর্নেল সোফিয়ার সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্য করায় তীব্র নিন্দার ঝড় ওঠে। বিজয় শাহ প্রথমে বিষয়টি গুরুত্ব দিতে না চাইলেও, পরে তিনি ক্ষমা চাইতে বাধ্য হন। চাপে পড়ে তিনি বলেন, “কর্নেল সোফিয়া কুরেশি আমার নিজের বোনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ তিনি জাতপাতের উর্ধ্বে উঠে প্রতিশোধ নিয়েছেন। আমার অপমান করার কোনও উদ্দেশ্য ছিল না, তাও কারোর খারাপ লাগলে, একবার নয়, ১০ বার ক্ষমা চাইছি।”

এ দিন মধ্য প্রদেশ হাই কোর্টের তরফে মন্ত্রীর এই অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এবং পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেয়।