Maha Kumbh 2025: মহাকুম্ভ বদলে দিল পিন্টুর জীবন, ৪৫ দিন নৌকা চালিয়েই আয় ৩০ কোটি টাকা!
Maha kumbh: হ্যাঁ, ৩০ লক্ষ নয়, ৩০ কোটি টাকা! মুখ্যমন্ত্রী ওই নৌকাচালকের সাফল্যের কাহিনি তুলে ধরার পরও অনেকে বিশ্বাস করতে চাননি। এবার উত্তর প্রদেশ সরকার ব্যাখ্যা করল, কীভাবে মহাকুম্ভ চলাকালীন মাত্র ৪৫ দিনেই ওই নৌকাচালক ৩০ কোটি টাকা উপার্জন করেছেন।

প্রয়াগরাজ: মহাকুম্ভে হয়েছে মহা মিলন। সব ধর্ম, সম্প্রদায় থেকে শুরু করে দেশ-বিদেশের কোটি কোটি মানুষ প্রয়াগরাজের মহাকুম্ভে এসেছিলেন পুণ্যস্নান করতে। দেড় মাস ধরে চলা মহাকুম্ভে উত্তর প্রদেশ সরকারের আয় হয়েছে ৪ লক্ষ কোটির। এই কুম্ভে ছোট ছোট ব্যবসা করেও লাখ লাখ টাকা উপার্জন করেছেন বহু মানুষ। এর মধ্যে নজর কেড়েছে এক নৌকাচালকের কাহিনি। তাঁর জীবনটাই বদলে দিয়েছে এই কুম্ভ। এমনকী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ওই নৌকাচালকের সাফল্যের কাহিনি। মহাকুম্ভে শুধু নৌকা চালিয়েই এক ব্যক্তি আয় করেছেন ৩০ কোটি টাকা!
হ্যাঁ, ৩০ লক্ষ নয়, ৩০ কোটি টাকা! মুখ্যমন্ত্রী ওই নৌকাচালকের সাফল্যের কাহিনি তুলে ধরার পরও অনেকে বিশ্বাস করতে চাননি। এবার উত্তর প্রদেশ সরকার ব্যাখ্যা করল, কীভাবে মহাকুম্ভ চলাকালীন মাত্র ৪৫ দিনেই ওই নৌকাচালক ৩০ কোটি টাকা উপার্জন করেছেন।
পিন্টু মহারা নামক ওই নৌকাচালক প্রয়াগরাজেরই বাসিন্দা। ১৪৪ বছর পর এই মহাকুম্ভ হচ্ছে, কোটি কোটি মানুষের সমাগম হবে, এ কথা মাথায় রেখেই বড় ঝুঁকি নিয়েছিলেন তিনি। প্রয়াগরাজের সঙ্গমে তার ৬০টি নৌকা চলে। মহাকুম্ভ শুরু হওয়ার ঠিক আগেই তিনি সেই নৌকার সংখ্যা বাড়িয়ে ১৩০ করেন।
এই সিদ্ধান্তই তাঁর জীবন বদলে দেয়। মহাকুম্ভে বিপুল পর্যটকদের ভিড় সামলাতে তাঁর কোনও নৌকা ফাঁকা যায়নি। প্রতিদিন তার প্রতিটি নৌকা ৫০ থেকে ৫২ হাজার টাকা উপার্জন করত। অর্থাৎ ৪৫ দিনে এক একটি ২৩ লক্ষ টাকা করে উপার্জন করেছে। মহাকুম্ভের এই ক’দিনে পিন্টু এত অর্থ উপার্জন করেছেন যে পরবর্তী প্রজন্মের ভবিষ্যতও সুরক্ষিত হয়েছে।

