Ajit Pawar: লোকসভার ফলে ঘুরে গেল খেলা, ৯ জুনই অজিত পওয়ারের কফিনে ‘শেষ পেরেক’?
Ajit Pawar: নির্বাচনের ফলে প্রায় সাফ হয়ে গিয়েছে অজিত পওয়ারের এনসিপি। সাংসদ সংখ্যা সাকুল্যে এক। তবে, আগামী ৯ জুন, আরও বড় ধাক্কা খেতে পারেন অজিত পওয়ার। তাঁর কফিনে শেষ পেরেকটা ওই দিনই মারতে পারেন শরদচন্দ্র পওয়ার।
মুম্বই: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর আলোড়ন পড়ে গিয়েছে মহারাষ্ট্র রাজনীতিতে। ফের তৈরি হয়েছে রাজনৈতিক পালাবদলের আবহ। মহারাষ্ট্রে বড় জয়ের দাবি করছিল এনডিএ। শিবসেনা ও এনসিপির মতো দল ভেঙে গিয়েছিল। কংগ্রেসেরও বেশ কয়েকজন বড় নেতা দল ছেড়েছিলেন। কিন্তু, তারপরও হতাশাজনক ফল হয়েছে রাজ্যের তিন এনডিএ শরিক,বিজেপি,শিবসেনা এবং এনসিপির। তারপর, মহারাষ্ট্র সরকারের মধ্যেই শুরু হয়েছে বিভিন্ন অভিযোগ-পাল্টা অভিযোগের পর্ব। দেবেন্দ্র ফড়ণবীস ইতিমধ্যেই হরের দায় নিয়ে উপ-মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চেয়েছেন। একনাথ শিন্ডে শিবির ছেড়ে জয়ী শিবসেনা সাংসদরা উদ্ধব শিবিরে যোগ দিতে চাইছেন বলে শোনা যাচ্ছে। এরই মধ্যে, বড় ধাক্কা খেতে পারেন অজিত পওয়ারও। এমনই শোনা যাচ্ছে।
৩ জুন বেরিয়েছিল অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে তিনটি আসন জিতেছে অজিত পওয়ারের এনসিপি। এর ফলে, জাতীয় দলের তকমা ধরে রাখার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন অজিত। কিন্তু, তার পরদিন লোকসভা নির্বাচনের ফল বের হতেই বলা যেতে পারে ধসে গিয়েছেন শরদ পওয়ারের ভাইপো। রাজ্যে, সাকুল্যে ১টি আসন জুটেছে এনসিপির। উল্টোদিকে এনসিপি (শরদচন্দ্র) কিন্তু, ৮টি আসনে জয়ী হয়েছে। আসল এনসিপি কোনটি, রাজ্যের জনগণই সেই রায় দিয়ে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। আর এরপরই অজিত শিবিরে বড়-সড় ভাঙন ধরার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এনসিপির প্রায় এক ডজনেরও বেশি বিধায়ক, অজিত পওয়ার শিবির থেকে ‘ঘরে’ ফিরতে চাইছেন। শরদ পওয়ারের সঙ্গে সরাসরি যোগাযোগ না করলেও, এই বিধায়করা শরদের মেয়ে তথা সাংসদ সুপ্রিয়া সুলে, রাজ্য সভাপতি জয়ন্ত পাতিল এবং বিধায়ক রোহিত পওয়ারের সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর রয়েছে। অজিত শিবিরের ১০-১৫ জন বিধায়কদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে বলে, স্বীকার করেছেন খোদ জয়ন্ত পাটিল। তবে, তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হবে কিনা, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, আগামী ৯ জুন এনসিপি (শরদচন্দ্র) দলের কার্যনির্বাহী সভা হবে। সেই সভাতেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, ২০২৩-এ অজিত পওয়ারের সঙ্গে ৪১ জন এনসিপি বিধায়ক, শরদ পওয়ারের সঙ্গ ছেড়ে এনডিএ-তে যোগ দিয়েছিলেন। মাত্র ১২ বিধায়ক আছেন শরদ পওয়ারের পাশে। ৯ জুনের পর যদি অজিত পওয়ার শিবির থেকে দলে দলে বিধায়করা শরদ শিবিরে চলে যান, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। লোকসভা ভোটের ফল, মহারাষ্ট্রের অনেক সমীকরণই বদলে দেবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।