একদিনেই মৃত ৮৯৫! সংক্রমণের পর করোনা মৃত্যুতেও রেকর্ড গড়ছে মহারাষ্ট্র
স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৩৫৮ জন, যা রবিবারের তুলনায় ৩৬.৬ শতাংশ বেশি।
মুম্বই: ১৭৯ থেকে এক লাফে ৮৯৫। মাঝে ব্যবধাব কেবল এক সপ্তাহের, এরই মধ্যে মহারাষ্ট্রে রোগী মৃত্যুর হার বেড়েছে চার গুণেরও বেশি।
আচমকাই মৃতের সংখ্যায় এতটা ফারাক দেখা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এক স্বাস্থ্য আধিকারিক জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে বিভিন্ন অনুমদনপ্রাপ্ত ল্যাবগুলিতে লাগাতার স্ক্রুটিনি চলছে। ফলে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা পরিবর্তন আসতে পারে।
বিগত কয়েকদিন ধরে রাজ্যে সংক্রমণের হার কিছুটা কমলেও মঙ্গলবার তা আচমকাই বৃদ্ধি পায়। স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৩৫৮ জন, যা রবিবারের তুলনায় ৩৬.৬ শতাংশ বেশি। রবিবার মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৮ হাজার ৭০০।
বর্তমানে মহারাষ্ট্রে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৭২ হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় পাঁচ জেলায় সংক্রমণের হার সর্বোচ্চ ছিল। এগুলি হল, নাসিক (১১,৩৬৫), পুণে (৯০৭৮), নাগপুর (৬৮৯৫), মুম্বই (৪০১৪) ও ঔরঙ্গাবাদ (১৪৬৮)।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও অবধি ২ কোটি ৬২লাখ ৫৪ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে রাজ্যের পজেটিভিটি রেট ১৬.৮০ শতাংশ। তবে বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৭৫২ জন। রাজ্যের সুস্থতার হার ৮৩.২১ শতাংশ।
আরও পড়ুন: ‘মারো উসকো’, আইসিইউ ফাঁকা না থাকায় রোগী ভর্তিতে অস্বীকার, রোগীমৃত্যুতে মারধর চিকিৎসকদের