AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahua Moitra: শশী থারুরের সঙ্গে শ্যাম্পেন হাতে মহুয়া মৈত্র? ভাইরাল ছবির কড়া জবাব তৃণমূল সাংসদের

Mahua Moitra-Shashi Tharoor: সোশ্যাল মিডিয়ায় মূলত শশী থারুরের সঙ্গে মহুয়া মৈত্রের নৈশভোজের চারটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে কোনটিতে দুজনকে একসঙ্গে খাবার টেবিলে বসে শ্যাম্পেন হাতে তুলে ধরতে দেখা গিয়েছে, কোনওটিতে শশী থারুর সঙ্গে আলিঙ্গন অবস্থায়, কোনটিতে আবার মুখে চুরুট ধরা অবস্থায় দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে।

Mahua Moitra: শশী থারুরের সঙ্গে শ্যাম্পেন হাতে মহুয়া মৈত্র? ভাইরাল ছবির কড়া জবাব তৃণমূল সাংসদের
শশী থারুর ও মহুয়া মৈত্রের ছবি ভাইরাল।Image Credit: twitter
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 11:29 PM
Share

কলকাতা: ফের বিতর্কের শিরোনামে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার বিতর্কের কেন্দ্রে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাংসদের কয়েকটি ছবি। যেখানে কংগ্রেস সাংসদ শশী থারুরের (Shashi Tharoor) সঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নৈশভোজ করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, শ্যাম্পেনের গ্লাস হাতে ও চুরুট মুখে নিয়েও কৃষ্ণনগর সাংসদের ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে নতুন করে কংগ্রেস সাংসদের সঙ্গে মহুয়া মৈত্রের বন্ধুত্ব আলোচনায় উঠে এসেছে। যদিও এই ধরনের ছবির ভাইরাল হওয়ার ঘটনায় X হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মহুয়া মৈত্র। বিজেপিকে ‘ট্রোল সেনা’ বলেও কটাক্ষ করেছেন তিনি (Mahua Moitra)।

সোশ্যাল মিডিয়ায় মূলত শশী থারুরের সঙ্গে মহুয়া মৈত্রের নৈশভোজের চারটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে কোনটিতে দুজনকে একসঙ্গে খাবার টেবিলে বসে শ্যাম্পেন হাতে তুলে ধরতে দেখা গিয়েছে, কোনওটিতে শশী থারুর সঙ্গে আলিঙ্গন অবস্থায়, কোনটিতে আবার মুখে চুরুট ধরা অবস্থায় দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে। ছবিগুলি দেখে মনে হচ্ছে, যেন ছবি তোলার উদ্দেশ্যেই এরকম পোজ দিয়েছেন সাংসদ।

যদিও তাঁকে ট্রোলড করার উদ্দেশ্যে বিজেপি ব্যক্তিগত ছবিগুলি ভাইরাল করেছে অভিযোগ তুলে বিজেপিকে ‘ট্রোল সেনা’ বলে তোপ দেগেছেন সাংসদ মহুয়া মৈত্র। X হ্যান্ডেলে তিনি আরও লিখেছেন, “নৈশভোজে থাকা বাকিদের ছবি কেন ক্রপ করা হল? বাংলার মহিলারা নিজেদের জীবন উপভোগ করেন, মিথ্যার উপর বাঁচে না।” আবার সিগারেট মুখে দেওয়া প্রসঙ্গে একটি টুইটের জবাবে তিনি লিখেছেন, “আমি ধূমপান করিনি। আমার সিগারেটে অ্যালার্জি আছে।”

প্রসঙ্গত, এর আগে হিন্দুদের দেবী কালীর ‘সুরা পান’ নিয়ে এক মন্তব্যের জেরে বিতর্কের কেন্দ্রে পড়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।