Mahua Moitra: সেই বিচারকের মৃত্যু… ১০ বছর পর হঠাৎ মনে করালেন মহুয়া, তোলপাড় সংসদ

Mahua Moitra: একটি স্পর্শকাতর রাজনৈতিক মামলা চলাকালীন ওই বিচারকের মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল ২০১৪ সালে। সুপ্রিম কোর্টেও পৌঁছেছিল বিষয়টি। যদিও সুপ্রিম কোর্ট শুনানির পর জানিয়ে দিয়েছিল অভিযোগের পিছনে যথেষ্ট যুক্তি নেই।

Mahua Moitra: সেই বিচারকের মৃত্যু... ১০ বছর পর হঠাৎ মনে করালেন মহুয়া, তোলপাড় সংসদ
সংসদে মহুয়াImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 14, 2024 | 6:59 AM

নয়া দিল্লি: লোকসভায় বড় বিতর্কের মুখে পড়তে হয়েছিল মহুয়া মৈত্রকে। সাংসদ পদ থেকে বহিষ্কারও করা হয়েছিল তাঁকে। আবারও সংসদে বক্তব্য রেখে শিরোনামে মহুয়া। ১০ বছর আগে এক বিচারকের মৃত্যু ঘিরে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, শুক্রবার তা আরও একবার সংসদে উত্থাপন করলেন মহুয়া। জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু।

একটি স্পর্শকাতর রাজনৈতিক মামলা চলাকালীন ওই বিচারকের মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল ২০১৪ সালে। সুপ্রিম কোর্টেও পৌঁছেছিল বিষয়টি। যদিও সুপ্রিম কোর্ট শুনানির পর জানিয়ে দিয়েছিল অভিযোগের পিছনে যথেষ্ট যুক্তি নেই, স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছিল ওই বিচারকের।

শুক্রবার ওই প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন মহুয়া মৈত্র। তিনি দাবি করেন, বিজেপি বিরোধীদের স্বর রুদ্ধ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে নিশানা করে। এরপরই পাল্টা জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী। রিজিজু দাবি করেন, সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়ে যাওয়া মামলার কথা তুলছেন তৃণমূল সাংসদ। মহুয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও কার্যত হুঁশিয়ারি দেন রিজিজু।

এই খবরটিও পড়ুন

বাদানুবাদ চরমে পৌঁছনোয় হস্তক্ষেপ করেন স্পিকার ওম বিড়লা। মহুয়ার বক্তব্যের পিছনে কী প্রমাণ আছে, তা জানতে চান তিনি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও এদিন জবাব দেন মহুয়াকে। তিনি মনে করিয়ে দেন, শুধু এই একটাই বিষয় নয়, প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সমালোচনাও করেছিলেন মহুয়া। রিজিজু যে হুঁশিয়ারি দিয়েছেন, তা রেকর্ড থেকে মুছে ফেলার কথা বলেছেন স্পিকার। তবে রিজিজুর স্পষ্ট বক্তব্য, মহুয়া যা বলেছেন, সেটা ঠিক নয়, তাই পদক্ষেপ করা হবে। অভিযোগ খুবই গুরুতর বলে মন্তব্য করেন তিনি।