AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: রাজনৈতিক প্রভুদের ছাড়ুন, বিরোধীদের আক্রমণ করা কমিশনের কাজ নয়: তৃণমূল

TMC: ইন্ডিয়া জোটের তরফ থেকে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে এদিন মুখ খোলেন মহুয়া মৈত্র। তিনি মনে করিয়ে দেন, গত ২৭ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রথম ভুয়ো ভোটারের ইস্যু সামনে এনেছিলেন।

TMC: রাজনৈতিক প্রভুদের ছাড়ুন, বিরোধীদের আক্রমণ করা কমিশনের কাজ নয়: তৃণমূল
মহুয়া মৈত্র
| Updated on: Aug 18, 2025 | 5:47 PM
Share

নয়া দিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হলফনামা জমা দিতে বলেছে নির্বাচন কমিশন। কমিশনের সেই দাবির প্রতিবাদে একদিকে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ইন্ডিয়া জোটের তরফে করা সাংবাদিক বৈঠকেও সেই হলফনামা প্রসঙ্গে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

ইন্ডিয়া জোটের তরফ থেকে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে এদিন মুখ খোলেন মহুয়া মৈত্র। তিনি মনে করিয়ে দেন, গত ২৭ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রথম ভুয়ো ভোটারের ইস্যু সামনে এনেছিলেন। মহুয়া বলেন, “কমিশনার স্যার, এই ধরনের রাজনৈতিক আক্রমণের কাজ আপনার নয়। রাজনৈতিক প্রভুদের ছাড়ুন। পাপেটের মত কাজ করছেন।”

মহুয়া এদিন প্রশ্ন তোলেন, কমিশন হলফনামা চাইছে কীভাবে? বিহারের এসআইআর-এর তথ্যের কথা উল্লেখ করে তৃণমূল সাংসদ বলেন, “কমিশন নিজেই বলেছে যে ২২ লক্ষ মানুষ মৃত। এটা তাদেরই তথ্য। এখন আমাদের প্রমাণ করতে বলছেন? কমিশন মিথ্যে কথা বলছে। শীর্ষ আদালত সম্পর্কে মিথ্যে কথা বলছে।” মহুয়ার দাবি, মৃত ব্যক্তি ড্রাফট লিস্টে আছে আর জীবিত ব্যক্তি বাদ পড়ে গিয়েছেন, এমনও হয়েছে।

তৃণমূল সাংসদের বক্তব্য, তালিকায় যদি গরমিল থেকে থাকে, তাহলে সেই তালিকা অনুযায়ী নির্বাচন হয়ে যে লোকসভা গঠন হয়েছে, তা অবিলম্বে ভেঙে দেওয়া হোক। আপাতত কমিশন বিরোধীদের প্রশ্নের জবাব দিচ্ছেন, এমনটাই বললেন তৃণমূল সাংসদ।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাহুল। বিকেলের মধ্য়েই সরব হয়ে যায় নির্বাচন কমিশন। কংগ্রেস নেতার দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। কমিশনের তরফে জানানো হয়, ভোটার তালিকায় কারচুপির যে অভিযোগ তোলা হচ্ছে, হলফনামা দিয়ে শপথ করে সে কথা সাংসদ স্বীকার করুক। অথবা, তিনি যে ‘ভুয়ো’ দাবি করেছেন, তা স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চান।