Mahua Moitra-Pinaki Misra: দেখা গেল না কল্যাণ-শশী থারুরকে, মহুয়া-পিনাকীর রিসেপশনে কে কে গেলেন?

Mahua Moitra-Pinaki Misra: তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ-বিধায়কের দেখা মিলেছে মহুয়া মৈত্রের রিসেপশন পার্টিতে। ছিলেন ইউসূফ পাঠান থেকে শুরু করে সায়নী ঘোষ, সাগরিকা ঘোষ, জুন মালিয়া, সুস্মিতা দেব, কীর্তি আজাদ, রচনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Mahua Moitra-Pinaki Misra: দেখা গেল না কল্যাণ-শশী থারুরকে,  মহুয়া-পিনাকীর রিসেপশনে কে কে গেলেন?
মহুয়া মৈত্র-পিনাকী মিশ্রের রিসেপশনের ছবি।Image Credit source: X

|

Aug 06, 2025 | 12:18 PM

নয়া দিল্লি: এ যেন রাজনৈতিক মহামিলন। দুই মাস আগে জার্মানিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ও প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্র। রাজধানীতে এবার তারা রিসেপশন পার্টি দিলেন। আর তাতেই দেখা গেল সমস্ত রাজনৈতিক নেতা-নেত্রীদের সমাগম।

দিল্লির ললিত হোটেলে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। লাল শাড়ি ও সোনার গহনায় সেজে উঠেছিলেন মহুয়া মৈত্র। তাঁর পাশেই সাদা পাঞ্জাবিতে ছিলেন পিনাকী মিশ্র। লালের ছোঁয়া ছিল তাঁর পাঞ্জাবিতেও। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন তাঁদের রিসেপশন পার্টির ছবি।

তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ-বিধায়কের দেখা মিলেছে মহুয়া মৈত্রের রিসেপশন পার্টিতে। ছিলেন ইউসূফ পাঠান থেকে শুরু করে সায়নী ঘোষ, সাগরিকা ঘোষ, জুন মালিয়া, সুস্মিতা দেব, কীর্তি আজাদ, রচনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তবে দেখা মেলেনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, যার সঙ্গে মহুয়া মৈত্রের বিরোধ চরমে উঠেছে।

অন্য দলের নেতা-নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও তার স্ত্রী, সাংসদ ডিম্পল যাদব।

উপস্থিত ছিলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী, ডিএমকে সাংসদ থাঙ্গাপান্ডিয়ান, রাজ্যসভার সাংসদ রঞ্জিত রঞ্জন, প্রাক্তন সাংসদ দানিশ আলি প্রমুখ। আমন্ত্রণ পেলেও দেখা মেলেনি কংগ্রেস সাংসদ শশী থারুরের।