AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Choice: রাহুল গান্ধী অথবা মল্লিকার্জুন খাড়্গে প্রধানমন্ত্রী হতে পারেন: শশী থারুর

Rahul-Kharge: কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর বলেন, "যদি আগামী বছরের লোকসভা ভোটে বিরোধীদের জোট হয় তাহলে অবিশ্বাস্য ফল হতে পারে। বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটকে উৎখাত করে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারে।"

PM Choice: রাহুল গান্ধী অথবা মল্লিকার্জুন খাড়্গে প্রধানমন্ত্রী হতে পারেন: শশী থারুর
মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধী।
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 1:18 PM
Share

তিরুবনন্তপুরম: প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী। দৌড়ে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। এমনটাই মনে করছেন কংগ্রেস সাংসদ তথা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য শশী থারুর। ২০২৪ লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জয়ী হলে দলের তরফেই এঁদের প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরা হবে বলে মনে করছেন শশী থারুর।

কেরলের তিরুবনন্তপুরমে এক টেকনোপার্ক অফিসের উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হিসাবে বিশেষ মন্তব্য করেন কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর। তিনি বলেন, “যদি আগামী বছরের লোকসভা ভোটে বিরোধীদের জোট হয় তাহলে অবিশ্বাস্য ফল হতে পারে। বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটকে উৎখাত করে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারে।” এরপরই ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন প্রশ্নের জবাবে বিশেষ মন্তব্য করেন শশী থারুর বলেন, “আমি মনে করি, আগে ভোটের ফল প্রকাশ হোক। কেননা এটা একটি দল নয়, একটা জোট। সমস্ত দলের নেতারা একসঙ্গে মিলে কাউকে প্রধানমন্ত্রী হিসাবে তুলে আনবেন। তবে আমার অনুমান, কংগ্রেসের তরফে হয় খাড়্গে হতে পারেন, কারণ দেশের প্রথম দলিত প্রধানমন্ত্রী হতে পারেন তিনি। অথবা রাহুল গান্ধী হতে পারেন, তাঁর প্রধানমন্ত্রী হওয়ার অনেক কারণ রয়েছে, যেহেতু এটা (কংগ্রেস) পরিবার-চালিত দল।”

শশী থারুর অবশ্য পুরোটাই কেবল তাঁর অনুমান বলে জানিয়েছেন। তবে ইন্ডিয়া জোটের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তাই কে প্রধানমন্ত্রী হবেন, সেটা দেখার জন্যও অপেক্ষা করার কথা বলেছেন প্রবীণ কংগ্রেস নেতা।