AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in Cars: বদলা নিতে গিয়ে এ কী কাণ্ড! ২০টি গাড়ি পুড়িয়ে দিল যুবক

Fire: তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় দমকলের সাতটি ইঞ্জিন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

Fire in Cars: বদলা নিতে গিয়ে এ কী কাণ্ড! ২০টি গাড়ি পুড়িয়ে দিল যুবক
প্রতীকী ছবি (সৌজন্যে - পিক্সঅ্যাবে)
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 7:59 PM
Share

নয়াদিল্লি: ব্যক্তিগত আক্রোশ থেকে বদলা নিতে গিয়ে লঙ্কাকাণ্ড বেধে গিয়েছে রাজধানী দিল্লিতে। গাড়ির পার্কিং এলাকায় পর পর ২০টি গাড়িতে আগুন (Fire in Cars) ধরে গিয়েছে এক ব্যক্তির প্রতিহিংসার কারণে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। দিল্লির সুভাষনগর এলাকায় একটি বহুতল পার্কিং স্পেসে (Fire in Parking Space) দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছিল এক ব্যক্তি। আগুনে ওই গাড়িটিতে ভষ্মীভূত হয়েছেই, সঙ্গে আশপাশের অন্যান্য গাড়িগুলিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। সবমিলিয়ে ২০টি গাড়ি দাউদাউ করে জ্বলেছে আগুনে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। আনুমানিক প্রায় সাড়ে চারটে নাগাদ দমকলের কাছে খবর যায় বিষয়টির। তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় দমকলের সাতটি ইঞ্জিন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার জেরে ইতিমধ্যেই পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পার্কিং স্পেসের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক ব্যক্তি সাদা রঙের একটি হন্ডা সিআরভি নিয়ে পার্কিং স্পেসে আসে এবং সেখানে দাঁড়িয়ে থাকা একটি আর্টিগা গাড়ির টায়ারে আগুন লাগিয়ে হন্জা সিআরভিতে চেপে পালিয়ে যায়। সেই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ গাড়িটিকে খুঁজে বের করে এবং যশ অরোরা নামে বছর তেইশের এক যুবককে গ্রেফতার করে। ওই যুবক সুভাষনগর এলাকারই বাসিন্দা।

ওই যুবককে জেরা করার সময় পুলিশ জানতে পেরেছে, ব্যক্তিগত  আক্রোশের কারণেই সে এই কাণ্ড ঘটিয়েছে। ওই আর্টিগা গাড়ির মালিক ইশানের সঙ্গে তাঁর ব্যক্তিগত কিছু শত্রুতা ছিল। সেই কারণে ইশানের গাড়িতে আগুন লাগিয়ে বদলা নিতে চেয়েছিল গ্রেফতার হওয়া ওই যুবক। ঘটনার নেপথ্যে আরও কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। এদিকে রবিবার ভোরের এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সেই সময় পার্কিং স্পেসে কোনও লোকজন ছিল না। ফলে বড়সড় কোনও অঘটন এড়ানো গিয়েছে।