Toll Fee: বড় ঘোষণা, আজ মধ্য রাত থেকেই আর লাগবে না টোল ফি!
Maharashtra Government: সামনেই দীপাবলি বা দিওয়ালি। উৎসবের মরশুমে বহু মানুষই এই সময় নিজেদের বাড়িতে ফেরেন। টোল প্লাজায় গাড়ির লম্বা লাইন- এটা প্রতি বছরের চেনা চিত্র মুম্বইয়ে। এবার ছোট গাড়ির ক্ষেত্রে টোল ফি-তে সম্পূর্ণ ছাড়ের ঘোষণা করল মহাযুতি সরকার।
মুম্বই: ভোটের আগেই মাস্টারস্ট্রোক। টোল ফি তুলে নিল সরকার। আজ, সোমবার থেকেই ছোট গাড়ি যাতায়াতের ক্ষেত্রে টোল ফি লাগবে না। উৎসবের মরশুমে এমনিই গাড়ির চাপ বেশি। রাজ্য সরকারের এই ঘোষণায় বহু মানুষ স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে।
এ দিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেন যে আজ মধ্য রাত থেকে মুম্বইয়ে প্রবেশ করার ৫টি টোল প্লাজা বা বুথেই আর টোল ফি দিতে হবে না। তবে এই ছাড় কেবল ছোট গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। বড় গাড়ি, ট্রাকের ক্ষেত্রে টোল ফি দিতে হবে। আজকের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
সামনেই দীপাবলি বা দিওয়ালি। উৎসবের মরশুমে বহু মানুষই এই সময় নিজেদের বাড়িতে ফেরেন। টোল প্লাজায় গাড়ির লম্বা লাইন- এটা প্রতি বছরের চেনা চিত্র মুম্বইয়ে। এবার ছোট গাড়ির ক্ষেত্রে টোল ফি-তে সম্পূর্ণ ছাড়ের ঘোষণা করল মহাযুতি সরকার।
জানা গিয়েছে, দাহিসার, এলবিএস রোড-মুলুন্দ, ইস্টার্ন এক্সপ্রেসওয়ে হাইওয়ে-মুলুন্দস আইরোলি ক্রিক ব্রিজ ও ভাসি- এই পাঁচটি টোল প্লাজা দিয়ে মুম্বইয়ে আসার পথে কোনও টোল ফি দিতে হবে না।
প্রসঙ্গত, প্রতিদিন মহারাষ্ট্রে ৬ লক্ষেরও বেশি গাড়ি যাতায়াত করে। এর মধ্যে ৮০ শতাংশই ছোট গাড়ি। মুম্বইয়ে ৫৫টি ফ্লাইওভার তৈরি করা হয়। এই ফ্লাইওভার নির্মাণের খরচ আদায়ের জন্যই টোল প্লাজাগুলি বসানো হয়েছিল। ২০০২ সাল থেকে টোল ফি সংগ্রহ করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরেই রাজ ঠাকরের নব নির্মাণ সেনা, শিব সেনার দুই শিবিরের (উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডে) একাধিক নেতারা দাবি করেছেন যে ফ্লাইওভার নির্মাণের খরচ আদায় হয়ে যাওয়ার পরও টোল ফি নেওয়া হচ্ছে শহরে প্রবেশের জন্য। এই টোল ফি প্রত্যাহার বা ছাড়ের দাবি জানিয়েছিলেন তারা। কিন্তু মহারাষ্ট্র সরকার ২০২৭ সাল পর্যন্ত টোল ফি ব্যবস্থা চালু রাখার ঘোষণা করে সম্প্রতি। এরই মধ্যে আজ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের এই ঘোষণা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, চলতি বছরের শেষ ভাগেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন থাকায় সরকারের এই বড় ঘোষণা।