Meerut News: মুসকানের উপর শয়তান ভর করেছিল? শয়তানও কি মানুষ কুচি কুচি করতে পারে?
স্বামীকে খুনের পর মাংস কাটার ছুরি দিয়ে স্ত্রী মুসকান-ই দেহ খন্ড খন্ড করেছিলেন। দেহ কাটার সময় মুসকানের প্রেমিক সাহিল বমি করে ফেলেন। কিন্তু মুসকানের মধ্যে কোনও প্রতিক্রিয়া হয়নি।

ফেলুদার গল্প বলতে বলতে গিয়ে সত্যজিত্ বাবু একটা কথা বারবার বলতেন। খুন জিনিসটা মোটেও সোজা নয়। ভীষণ, ভীষণ কঠিন। সবাই পারে না। চাইলেও ওটা করা সকলের কম্মো নয়। আর এরকুল পোয়ারে বলতেন, কারও পেটে একটা ছুরি ঢুকিয়ে দিতে হলে সবচেয়ে বেশি দরকার মানসিক শক্তি। স্বভাবে ও মানসিকতায় অপরাধী না হলে ছুরি করে খুন করা অসম্ভব। মিরাটের গৃহবধূ মুসকান রাস্তোগীকে দেখলে এই বিশ্ববিখ্যাত গোয়েন্দা গল্প লিখিয়েরা কী বলতেন বলুন তো?
নিজের স্বামী পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে, দেহ ১৫ টুকরো করে প্ল্যাস্টিকের ড্রামে ভরে ছিলেন মুসকান ও তাঁর প্রেমিক সাহিল শুক্ল। তারপর সিমেন্ট লেপে সেই ড্রামের মুখ বন্ধ করে টয়লেটে রেখে শিমলায় চলে যান। সেই ড্রাম উদ্ধারের পর সিমেন্ট সরিয়ে দেহ উদ্ধার করতে পাক্কা ৬ ঘণ্টা সময় লেগেছিল। বৃহস্পতিবার মিরাট পুলিশ জানাল, স্বামীকে খুনের পর মাংস কাটার ছুরি দিয়ে স্ত্রী মুসকান-ই দেহ খন্ড খন্ড করেছিলেন। দেহ কাটার সময় মুসকানের প্রেমিক সাহিল বমি করে ফেলেন। কিন্তু মুসকানের মধ্যে কোনও প্রতিক্রিয়া হয়নি।
২০১৬ সালে সৌরভের সঙ্গে বিয়ে হয়েছিল মুসকানের। ২০১৯ সালে তাঁদেের সন্তান হয়। কোভিডের আগে চাকরি নিয়ে বিদেশ চলে যান সৌরভ। বছরে দু- একবার আসতেন। এর মধ্যে সাহিলের সঙ্গে সম্পর্কে জড়ান মুস্কান। এবং প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা। খুন একটা বিষয়। তাই বলে মাংস কাটার মতো করে দেহ ১৫ টুকরো করা! মুসকানের মতো একজন মহিলা, যার কোনও ক্রিমিনাল রেকর্ড নেই। সে এটা কীভাবে ঘটাল? মিরাট পুলিশের দাবি, শুধু এই কারণেই এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। আসলে পুলিশের চোখে ধুলো দিতে এটা করা হয়েছিল। যাতে এই কাজ মুসকানের বলে কোনওভাবেই মনে না হয়।
মুসকানের নিজের বাবা – মা মেয়ের উপর সন্দেহ না করলে হয়তো জট খুলতে আরও দেরি হত। সৌরভ কি মুসকানের উপর অত্যাচার করতেন? সেই থেকেই কী আক্রোশ পুষে রেখেছিলেন মুসকান? মুসকানের মা সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, সৌরভ, তার স্ত্রীকে বারবর ভালবেসেছে। তাঁর মেয়ের মধ্যে শয়তান ভর করেছিল বলেই সে এই কান্ড ঘটিয়েছে। মানুষের মধ্যে ঢুকে বারবার এভাবেই তাণ্ডব চালায় শয়তানের দল। তখনই মানুষকে ছাপিয়ে দীর্ঘ হয়ে ওঠে শয়তানের ছায়া।





