Modi Cabinet Expansion 2021: প্রতি থেকে পূর্ণ, মোদী ক্যাবিনেটে পদোন্নতি হতে পারে কার কার?
Cabinet Expansion: একাধিক প্রতি মন্ত্রীর পূর্ণ মন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নয়া দিল্লি: সন্ধে ৬টায় ভোল বদলে যাবে মোদী (Narendra Modi) ক্যাবিনেটের। কারণ শপথ নেবেন ৪৩ জন মন্ত্রী। অর্থাৎ বড়সড় রদবদল দেখতে চলেছে দেশ। ইতিমধ্যেই একাধিক কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছেন। যার ফলে একাধিক প্রতি মন্ত্রীর পূর্ণ মন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ ছাড়াও মোদী ক্যাবিনেটে আসছে নতুন মুখ। মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল-সহ আরও অনেকে।
পাশাপাশি প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হতে পারেন অনুরাগ ঠাকুর, কিরেণ রিজিজু, মনুষ মন্ডব্য, জিকে রেড্ডি ও পুরষোত্তম রুপালা। পদোন্নতি হতে পারে অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরিরও। অনুরাগ ঠাকুর এখন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী, এখন ক্রিড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন জিকে রেড্ডি। বর্তমান কৃষি প্রতি মন্ত্রী পুরষোত্তম রুপালা। এদের মধ্যে থেকে পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোদীর মন্ত্রিসভায় সর্বোচ্চ ৮১ জন মন্ত্রী হতে পারেন। সে ক্ষেত্রে যাঁদের ভাগে একাধিক মন্ত্রক রয়েছে, সেখানে পৃথক মন্ত্রী বসতে পারেন আজ। মন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। তাঁর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগজান গত বছর মধ্য প্রদেশ দখল করতে সাহায্য করেছিল বিজেপিকে। তারপর থেকে রাজ্যসভায় একটি আসন ছাড়া উল্লেখযোগ্য কিছু পাননি তিনি। ফলে জ্যোতিরাদিত্যর নামই রয়েছে সবার উপরে।
দ্বিতীয় স্থানেই শোনা যাচ্ছে সর্বানন্দ সোনোয়ালের নাম। যাঁর আত্মত্যাগের কারণেই অসমের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন হিমন্ত বিশ্বশর্মা। সোনোয়ালকেও ‘রিটার্ন গিফট’ দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। এ ছাড়াও মন্ত্রী হতে পারেন নারায়ণ রানে, পশুপতি পরস, অনুপ্রিয়া পাটেল, পঙ্কজ চৌধুরী, রিতা বহুগুনা জোশি, বরুণ গান্ধী, আরসিপি সিং, লালন সিং, রাহুল কাসবান, সিপি জোশি। দিল্লির উদ্দেশে পা বাড়িয়েছেন রামশঙ্কর কথেরিয়া, সকলদীপ রাজভর ও রঞ্জন সিং রাজকুমারও।
উল্লেখ্য, মোদী মন্ত্রিসভায় মন্ত্রী হতে পারেন নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর, সুরিন্দর সিং আলুহালিয়া, জগন্নাথ সরকার, দীনেশ ত্রিবেদী, জন বার্লা ও সুভাষ সরকার । এর মধ্যে নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুরের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না জন বার্লা ও সুভাষ সরকারের মন্ত্রী হওয়ার সম্ভাবনাও।
আরও পড়ুন: মন্ত্রিত্ব খোয়ালেন বাবুল-দেবশ্রী, বাদ হর্ষ বর্ধনও