পদত্যাগ হর্ষ বর্ধনের, মোদীর মন্ত্রিসভায় নেই বাবুল-দেবশ্রীও
cabinet Expansion: সন্ধে ৬ টায় মোদীর সম্প্রসারিত মন্ত্রিসভার ঘোষণা। তার আগেই বাংলা থেকে দু'জন মন্ত্রীই মন্ত্রিত্ব খোয়ালেন। তাহলে তাঁদের জায়গায় মন্ত্রী হবেনা কারা?
নয়া দিল্লি: মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বাবুল সুপ্রিয়। এ ছাড়াও পদত্যাগ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও দেবশ্রী চৌধুরী। সন্ধে ৬ টায় মোদীর সম্প্রসারিত মন্ত্রিসভার ঘোষণা। তার আগেই বাংলা থেকে দু’জন মন্ত্রীই মন্ত্রিত্ব খোয়ালেন। তাহলে তাঁদের জায়গায় মন্ত্রী হবেনা কারা? এই ক্ষেত্রে উঠে আসছে ৮ জনের নাম।
মন্ত্রী হতে পারেন নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর, সুরিন্দর সিং আলুহালিয়া, জগন্নাথ সরকার, দীনেশ ত্রিবেদী, জন বার্লা ও সুভাষ সরকার । এর মধ্যে নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুরের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না জন বার্লা ও সুভাষ সরকারের মন্ত্রী হওয়ার সম্ভাবনাও। কয়েকদিন আগেই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে বৈঠক করে ভ্যাকসিন জালিয়াতির নালিশ করে এসেছেন। তারপর এই করোনা আবহে হর্ষ বর্ধনের পদত্যাগ ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে।
ইতিমধ্যেই পদত্যাগ করেছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙওয়ার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাওয়ারচাঁদ গেহলটকে কর্ণাটকের রাজ্যপালের পদে নিয়োগ করেছে কেন্দ্র। শারীরিক অসুস্থতার কারণে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ছেড়েছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। পদত্যাগ করেছেন রসায়ন ও সার মন্ত্রী সদানন্দ গৌড়াও। সব মিলিয়ে বড়সড় রদবদল দেখতে চলেছে দেশ।
আরও পড়ুন: বাদ পড়তে পারেন বাংলার দেবশ্রী, মোদী মন্ত্রিসভায় আর কার কার ইতি?