Bangladesh: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হলেন হাসিনা ঘনিষ্ঠ সাহাবুদ্দিন চুপ্পু

Mohammad Sahabuddin Chuppu: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সাহাবুদ্দিন চুপ্পু। অন্য কোনও প্রার্থী মনোনয়ন না দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হলেন তিনি।

Bangladesh: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হলেন হাসিনা ঘনিষ্ঠ সাহাবুদ্দিন চুপ্পু
আওয়ামি লিগের রাষ্ট্রপতি পদপ্রার্থী মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 5:39 PM

ঢাকা: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সাহাবুদ্দিন চুপ্পু। অন্য কোনও প্রার্থী মনোনয়ন না দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হলেন তিনি। রবিবারই ক্ষমতাসীন আওয়ামি লিগের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন সাহাবুদ্দিন চুপ্পু। সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৩ ফেব্রুয়ারি), বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল, দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম ঘোষণা করেন। আগামী ২৩ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের। জেলা ও দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, একসময় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবেও কাজ করেছেন। রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার আগে পর্যন্ত তিনি আওয়ামি লিগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন।

এদিন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল বলেন, “রাষ্ট্রপতি পদে একজনই মনোনয়ন দাখিল করেছেন। দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন দাখিলের তারিখ ছিল ১২ ফেব্রুয়ারি। সকাল ১০টা থেকে বিকেল ৪টের মধ্যে দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষার পর, মাত্র একজনের মনোনয়নপত্রই বৈধ হিসেবে পাওয়া গিয়েছে। তাই, রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুসারে মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হল। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নামে দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এদিন, ১৩ ফেব্রুয়ারি বাছাইয়ের সময় প্রথম মনোনয়নপত্রটিই সম্পূর্ণরূপ বৈধ হিসেবে পাওয়া গিয়েছে। সেই ক্ষেত্রে আরেকটি মনোনয়নপত্র যাচাই করতে হয়নি।”

বংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পরই মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশনের ২৩ নম্বর সড়কের ৪১ নম্বর বাড়িতে থাকেন সাহাবুদ্দিন। কাজি হাবিবুল আউয়ালের ঘোষণার পরই আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। রবিবার, বেলা সাড়ে এগারোটা নাগাদ সাহাবুদ্দিন চুপ্পুকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে আওয়ামি লিগের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন ওবায়দুল কাদের। সোমবার তিনি বলেছেন, “বাংলাদেশ আওয়ামি লিগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে। আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনার কাছে গত ৭ ফেব্রুয়ারি পার্লামেন্টারি পার্টির বৈঠকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করা হয়। শেখ হাসিনাই এই মনোনয়ন চূড়ান্ত করেন।” ৩৫০ আসনের বাংলাদেশ সংসদে আওয়ামি লিগের সাংসদের সংখ্যা ৩০০’রও বেশি। কাজেই মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অন্য কেউ প্রার্থী হলেও, তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াটা নিশ্চিতই ছিল।