Mohammed Shami : পরিবারের দিকে তাকাচ্ছেন না মহম্মদ সামি? বোন-ভগ্নিপতির নাম ১০০ দিনের কাজে! কত আয় করলেন?
Mohammed Shami: উত্তর প্রদেশের আমরোহায় থাকে মহম্মদ সামির পরিবার। সেখানেই তাঁর বোন শাবিনা ১০০ দিনের কাজ করে টাকা উপার্জন করছেন। রিপোর্ট বলছে, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি মনরেগা-র অধীনে ১০০ দিনের কাজের টাকা পেয়েছেন।

লখনউ: ভারতীয় ক্রিকেট টিমের তারকা তিনি। তাঁর বোলিংয়ে ভয় কাঁপে তাবড় তাবড় ব্যাটসম্যানরাও। তাঁর পরিবারেই চরম অর্থকষ্ট? কী হচ্ছে মহম্মদ সামির পরিবারে? সূত্রের খবর, মহম্মদ সামির বোন ও তাঁর স্বামী নিজেদের নাম নথিভুক্ত করেছেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্য়ারান্টি-তে। ১০০ দিনের কাজ করে উপার্জন করছেন তাঁরা।
উত্তর প্রদেশের আমরোহায় থাকে মহম্মদ সামির পরিবার। সেখানেই তাঁর বোন শাবিনা ১০০ দিনের কাজ করে টাকা উপার্জন করছেন। রিপোর্ট বলছে, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি মনরেগা-র অধীনে ১০০ দিনের কাজের টাকা পেয়েছেন। একা তিনি নন, সামির বোনের স্বামীও ১০০ দিনের কাজে নাম নথিভুক্ত করেছেন।
তবে সত্যিই কি তাই? বিয়ের পর থেকে আমরোহার পালাউলা গ্রামে থাকেন মহম্মদ সামির বোন শাবিনা। তাদের বিরাট প্রাসাদের মতো বাড়ি। এছাড়া বিয়ের পর জোয়া শহরে একটি ফ্ল্যাটও উপহার পেয়েছেন। ২০১৯ সাল থেকে সামির বোন ও ভগ্নিপতি ওই ফ্ল্যাটেই থাকেন।
ঝা চকচকে ফ্ল্যাটে থাকেন, তারাই আবার ১০০ দিনের কাজ করেন? এই প্রশ্নই উঠছে বারবার। জানা গিয়েছে, ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত সামির বোন শাবিনা মোট ৩৭৮ দিনের কাজ করেছেন, সেই অনুযায়ী প্রায় ৭০ হাজার টাকা পেয়েছেন। শাবিনার স্বামীও প্রায় ৩০০ দিন কাজ করেছেন বলে দাবি। পেয়েছেন ৬৬ হাজার টাকা।
একটি বেসরকারি সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ হতেই হইচই পড়ে যায়। প্রশাসনও নড়েচড়ে বসেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদি এই ঘটনায় সামির বোন বা পরিবারের কেউ দোষী সাব্যস্ত হন, তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এই বিষয়ে এখনও সামির পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ক্রিকেট জগতে দারুণ সফল হলেও, ব্যক্তিগত জীবনে বারবার ঝড় এসেছে মহম্মদ সামির। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কে ভাঙন, তিক্ত বিচ্ছেদ, মায়ের অসুস্থতা- সবই সইতে হয়েছে মহম্মদ সামিকে। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। এক ম্যাচে ফাইফার-ও নিয়েছেন।





