বাংলায় ভোটের আগে ‘মহাগুরু’ সাক্ষাৎ আরএসএস প্রধানের
অনেক দিন ধরেই আন্তরিক সম্পর্ক রয়েছে মোহন ভাগবত ও মিঠুন চক্রবর্তীর। তাই এই সাক্ষাৎকে রাজনৈতিক রং দিতে নারাজ মিঠুন চক্রবর্তী।
সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বঙ্গে রাজনীতির পারদ চড়া। এর মধ্যেই মুম্বইয়ে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে বৈঠক করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। অনেক দিন ধরেই আন্তরিক সম্পর্ক রয়েছে মোহন ভাগবত ও মিঠুন চক্রবর্তীর। তাই এই সাক্ষাৎকে রাজনৈতিক রং দিতে নারাজ মিঠুন চক্রবর্তী। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
এ দিন দীর্ঘক্ষণ আলোচনা হয় তাঁদের। কিন্তু ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে বঙ্গ বিধানসভার প্রাক্কালে মিঠুন- মোহন সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে। বিধানসভা ভোটে বাংলা জিততে মরিয়া বিজেপি। মোদী, অমিত শাহ, নাড্ডা এসে বারবার ভোটে ঝড় তুলছেন। এমতাবস্থায় কি বাংলায় বিজেপির প্রচারে দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীকে। তাই কি মিঠুনের বাড়িতে মোহন ভাগবত? উঠছে এই প্রশ্নও।
Published on: Feb 17, 2021 11:52 AM