‘অন্যতম সেরা অভিজ্ঞতা’র জন্য কেন্দ্রকে ধন্যবাদ, অপসারণে ‘ঠান্ডা’ প্রতিক্রিয়া কিরণের

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 17, 2021 | 12:24 PM

কিরণ বেদির অপসারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। বেদীর অপসারণকে তিনি সাধারণ মানুষের জয় বলেই আখ্যা দেন।

অন্যতম সেরা অভিজ্ঞতার জন্য কেন্দ্রকে ধন্যবাদ, অপসারণে ঠান্ডা প্রতিক্রিয়া কিরণের
উপ রাজ্যপালের পদ থেকে অপসারিত হয়েছেন কিরণ বেদী। ফাইল চিত্র।

Follow Us

পুদুচেরি: মঙ্গলবারই উপ-রাজ্যপালের পদ থেকে অপসারিত হয়েছেন তিনি, তবে সরকারকে দোষারোপের বদলে ধন্যবাদই জানালেন কিরণ বেদী (Kiran Bedi)। উপ-রাজ্যপাল পদে কাজ করার সুযোগ দেওয়াকে তাঁর “জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা” বলে আখ্যা দেন তিনি। সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দেন সরকারকে।

২০১৬ সালের নির্বাচনে ডিএমকে (DMK)-র হাত ধরে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল কংগ্রেস (Congress)। সম্প্রতি চারজন বিধায়ক পদত্যাগ করতেই সেই সংখ্যাগরিষ্ঠতা হারায় কংগ্রেস। এরপরই গতকাল রাতে আচমকাই রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে উপ-রাজ্যপালের পদ থেকে কিরণ বেদীকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। নতুন উপ রাজ্যপাল নিয়োগ না হওয়া অবধি তেলাঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন পুদুচেরির দায়িত্ব সামলাবেন।

কিরণের বিরুদ্ধে অভিযোগ, তিনি পদের অপব্যবহার করে স্বৈরাচারীর মতো ব্যবহার করছিলেন। অপসারণের পর সমালোচনার আশা করা হলেও কিরণ বেদী আজ সকালে টুইট করে সরকারকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি বলেন, “ক্ষমতায় থাকাকালীন তিনি যা কিছু করেছেন, সেটি তাঁর পবিত্র কর্তব্য ছিল।” পুদুচেরির মঙ্গলকামনা করে টিম রাজনিবাসকেও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।

আরও পড়ুন: লালকেল্লায় তলোয়ার প্রদর্শন: স্পেশাল সেলের জালে মনিন্দর, বাড়িতে মিলল দুটি তলোয়ার

টুইট বার্তায় তিনি লেখেন, “পদুচেরির উপ রাজ্যপাল পদে কাজ করতে দেওয়ার সুযোগের জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে আমার সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাই। জনসাধারণের উদ্দেশে কাজ করার জন্য টিম রাজনিবাস যেভাবে কাজ করেছে, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। যাই-ই কিছু হয়েছে, তা পবিত্র দায়িত্ব ছিল। সাংবিধানিক ও নীতিগত দায়িত্বই পূরণ করেছি আমি। পুদুচেরির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যা বর্তমানে সাধারণ মানুষের হাতেই রয়েছে।”

এদিকে, কিরণ বেদির অপসারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। বেদীর অপসারণকে তিনি সাধারণ মানুষের জয় বলেই আখ্যা দেন। তিনি বলেন, “সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই তাঁর অপসারণ চাইছিলেন। তিনি স্বৈরাচারীর মতো ব্যবহার করছিলেন। নির্বাচিত সরকারের বিরুদ্ধে গিয়েই তিনি আলাদাভাবে বিভিন্ন নির্দেশ জারি করছিলেন। নিয়মভঙ্গ করে তিনি সমান্তরাল একটি সরকার পরিচালনা করার চেষ্টা করছিলেন। এখন কেন্দ্র জেগে উঠেছে। জনিনা আসন্ন নির্বাচনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, তবে এতদিনে যা ক্ষতি হওয়ায় ছিল, তা তিনি করে ফেলেছেন। সেটি ঠিক করা সম্ভব নয়। পুদুচেরির মানুষ এই বিষয়টিকে সবসময় মনে রাখবে।”

একদিকে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হারানো, অন্যদিকে নির্বাচনের ঠিক আগেই উপ রাজ্যপালের অপসারণ- দুই মিলিয়ে উত্তাল পুদুচেরির রাজনীতি। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরই বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হলেও তিনি জানিয়েছেন, আমাদের সরকার মোটেও সংখ্যালঘুতে পরিণত হয়নি। সাধারণ মানুষেরাও বলছেন যে “পদ্ম অভিযান” চালিয়েই বিধায়ক ও মন্ত্রীদের কিনে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আকাশছোঁয়া দাম জ্বালানির, সেঞ্চুরি পার পেট্রোলের, মহার্ঘ ডিজেলও

Next Article