লালকেল্লায় তলোয়ার প্রদর্শন: স্পেশাল সেলের জালে মনিন্দর, বাড়িতে মিলল দুটি তলোয়ার

দিল্লির স্বরূপ নগরের বাসিন্দা মনিন্দর পেশায় তলোয়ার প্রশিক্ষক। প্রজাতন্ত্র দিবসের দিন মিছিলে যোগ দেওয়ার আগে বাড়ি থেকেই দুটি তলোয়ার নিয়ে গিয়েছিলেন তিনি।

লালকেল্লায় তলোয়ার প্রদর্শন: স্পেশাল সেলের জালে মনিন্দর, বাড়িতে মিলল দুটি তলোয়ার
লালকেল্লায় তলোয়ার প্রদর্শনের ঘটনায় অভিযুক্ত মনিন্দর সিং।
Follow Us:
| Updated on: Feb 17, 2021 | 11:36 AM

নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসে বিশৃঙ্খলা ছড়ানোর ঘটনায় এবার স্পেশাল সেলের জালে ধরা পড়ল আরও একজন। লালকেল্লায় তলোয়ার উচিয়ে ঘুরে বেড়ানোর যে ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছিল, সেই সূত্র ধরেই মনিন্দর সিং আলিয়াস মনি (৩০)-কে মঙ্গলবার গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল (Delhi Police Special Cell)। দিল্লির পিতামপুরার একটি বাস স্ট্যান্ড থেকে গতকাল তাঁকে পুলিশ আটক করে। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে দুটি তলোয়ারও উদ্ধার করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল মনিন্দর। গতকাল পুলিশি জেরায় মনিন্দর জানান, বিগত দুই মাস ধরেই তিনি নিয়মিত সিংঘু সীমান্তে  (Singhu Border) যেতেন। সেখানে কৃষকদের ভাষণেই তিনি অনুপ্রাণিত হয়ে ট্রাক্টর মিছিলে যোগ দেন এবং আরও পাঁচজন প্রতিবেশীকেও আন্দোলনে যোগ দিতে অনুরোধ করেন।

আরও পড়ুন: আকাশছোঁয়া দাম জ্বালানির, সেঞ্চুরি পার পেট্রোলের, মহার্ঘ ডিজেলও

দিল্লির স্বরূপ নগরের বাসিন্দা মনিন্দর পেশায় তলোয়ার প্রশিক্ষক। বাড়ির কাছেই একটি জায়গায় তলোয়ার চালনা শেখান তিনি। প্রজাতন্ত্র দিবসের দিন মিছিলে যোগ দেওয়ার আগে বাড়ি থেকেই দুটি তলোয়ার নিয়ে গিয়েছিলেন তিনি। বাইকে চেপেই ট্রাক্টর মিছিলের পাশাপাশি সিংঘু সীমান্ত থেকে মুকারবা চকের দিকে এগোতে থাকেন তাঁরা। পরিকল্পনামাফিকই মনিন্দর লালকেল্লায় তলোয়ার উচিয়ে ঘুরে বেড়ায়। তাঁর ফোন থেকেও তলোয়ার প্রদর্শনের ভিডিয়ো মিলেছে।

প্রজাতন্ত্র দিবসে বিশৃঙ্খলার পরই আন্দোলনকারীদের সীমান্তে সীমাবদ্ধ রাখতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হিংসা ছড়ানোর জন্য প্ররোচনা দেওয়ার অভিযোগে পঞ্জাবী অভিনেতা দীপ সিধুকেও গত সপ্তাহেই গ্রেফতার করে দিল্লি পুলিশ। গত ৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আরেক চক্রী ইকবাল সিংকেও। এবার গ্রেফতার করা হল মনিন্দরকেও।

বিগত প্রায় তিনমাস ধরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমান্তে আন্দোলন করছেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে একাদশ দফা বৈঠক হলেও কোনও সুরাহা মেলেনি। কেন্দ্রের তরফে আগামী দেড় বছরের জন্য আইন স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হলেও কৃষকরা তা মানতে নারাজ। এরইমধ্যে প্রজাতন্ত্র দিবসে বিশৃঙ্খলার ঘটনায় কিছুটা ব্যকফুটে চলে গিয়েছে কৃষক আন্দোলন।

আরও পড়ুন: রাজধানীতেও মইদুল মৃত্যুর আঁচ