রাজধানীতেও মইদুল মৃত্যুর আঁচ
কমরেডের মৃত্যুর প্রতিবাদে জেএনইউ থেকে বঙ্গভবনের উদ্দেশে মিছিল করেন বাম ছাত্রনেতারা। কিন্তু বঙ্গভবন পৌঁছনর আগেই হেলি রোডে ব্যরিকেড করে ছাত্রদের আটকে দেয় পুলিশ।
বাম ছাত্র-যুবর নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছিলেন বাঁকুড়ার মইদুল ইসলাম মিদ্যা । কিন্তু গত ১১ ফেব্রুয়ারি বামেদের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। মিছিলেন উপর লাঠি চালায় পুলিশ। বামেদের দাবি, সেই লাঠির আঘাতেই প্রাণ হারিয়েছেন মইদুল ইসলাম মিদ্যা। এ বার সেই মৃত্যুর আঁচ গিয়ে পড়ল রাজধানীতেও। কমরেডের মৃত্যুর প্রতিবাদে জেএনইউ থেকে বঙ্গভবনের উদ্দেশে মিছিল করেন বাম ছাত্রনেতারা। কিন্তু বঙ্গভবন পৌঁছনর আগেই হেলি রোডে ব্যরিকেড করে ছাত্রদের আটকে দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র যুবরা।
Published on: Feb 17, 2021 11:03 AM
Latest Videos