AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Bullet Train: ৫০০ কিলোমিটার পৌঁছনো যাবে ১২৭ মিনিটেই, রেলের বড় আপডেট দিলেন মন্ত্রী

India Bullet Train: তবে জানেন কি দেশের এই প্রথম বুলেট ট্রেন চালাতে কত খরচ পড়তে চলেছে কেন্দ্রের? রেলমন্ত্রক সূত্রে খবর, মুম্বই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রোজেক্টে আনুমানিক ভাবে খরচ হতে চলেছে ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা।

India Bullet Train: ৫০০ কিলোমিটার পৌঁছনো যাবে ১২৭ মিনিটেই, রেলের বড় আপডেট দিলেন মন্ত্রী
অশ্বিনী বৈষ্ণবImage Credit: PTI
| Updated on: Aug 03, 2025 | 6:38 PM
Share

নয়াদিল্লি: আর কিছুটা সময়ের অপেক্ষা। ভারতের বুক দিয়ে ছুটবে বুলেট ট্রেন। তাও আবারের কয়েক দিনের মধ্য়েই। এই কথা কে বলছেন? খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রবিবার গুজরাটের ভাবনগরে গিয়েছিলেন রেলমন্ত্রী। সেখানে মোট তিনটি নতুন ট্রেনের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি, ভারতের প্রথম বুলেট ট্রেন যে ট্র্যাকে নামতে বেশি দেরি নেই, সেই কথাটাও মনে করিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন তিনি বলেন, “মুম্বই থেকে আহমেদাবাদগামী প্রথম বুলেট ট্রেনটি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই ট্রেন চালু হওয়ার পর এই দুই শহরের মধ্য়ে যাতায়াত হবে মাত্র ১২৭ মিনিটে।”

তবে জানেন কি দেশের এই প্রথম বুলেট ট্রেন চালাতে কত খরচ পড়তে চলেছে কেন্দ্রের? রেলমন্ত্রক সূত্রে খবর, মুম্বই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রোজেক্টে আনুমানিক ভাবে খরচ হতে চলেছে ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা। অবশ্য যার মধ্য়ে ৮১ শতাংশ টাকা অর্থাৎ প্রায় ৮৮ হাজার কোটি টাকা প্রদান করছে জাপান আন্তর্জাতিক কর্পোরেশন এজেন্সি।

রেল সূত্রে জানা গিয়েছে, মুম্বই থেকে আহমেদাবাদগামী এই বুলেট ট্রেন মোট ১২টি স্টেশন পেরিয়ে দুই শহরকে জুড়বে। সেগুলি হল, মুম্বই, থানে, ভিড়ার, বৈসার, ভাপী, বিলিমোড়া, সুরাট, ভারুচ, ভদোদরা, আনন্দ, আহমেদাবাদ ও সবরমতি। যার মধ্য়ে গুজরাতের ভাপী ও সবরমতি স্টেশন ও রেললাইন নির্মাণের কাজ শেষ হবে ২০২৭ সালে। আর গোটা প্রোজেক্টের শেষ হবে ২০২৯ সালে।