AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muslim Couple Married At Temple: হিন্দু মন্দিরে বিয়ে মুসলিম যুগলের, উপস্থিত মৌলবী, পুরোহিতরাও

সম্প্রীতির নজির! বিশ্ব হিন্দু পরিষদ চালিত হিন্দু মন্দিরে বিয়ে হল মুসলিম যুগলের।

Muslim Couple Married At Temple: হিন্দু মন্দিরে বিয়ে মুসলিম যুগলের, উপস্থিত মৌলবী, পুরোহিতরাও
হিন্দু মন্দিরে মুসলিম যুগলের নিকাহ। ছবি সৌজন্য: টুইটার।
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 3:52 PM
Share

সিমলা: ধর্ম নিয়ে মারামারি, হানাহানির অভিযোগ যখন মাথাচাড়া দিয়ে উঠছে, তখন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ল হিমাচল প্রদেশের সিমলা জেলার রামপুর এলাকা। হিন্দু মন্দিরে বিয়ে হল মুসলিম যুগলের। একেবারে ইসলামিক রীতি-নীতি মেনেই ওই যুগলের বিয়ে হল হিন্দু মন্দিরে। আর সেই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী, মৌলবী থেকে হিন্দু পুরোহিত ও দর্শকেরা।

জানা গিয়েছে, সিমলা জেলার রামপুরে সত্যনারায়ণ মন্দির রয়েছে। মন্দিরটি বিশ্ব হিন্দু পরিষদ (VHP) পরিচালিত এবং এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) জেলা অফিস। সেখানেই রবিবার মৌলবী, পুরোহিত, আইনজীবী ও দুই পরিবারের উপস্থিতিতে মুসলিম যুগলের চার হাত এক হল। পাশাপাশি মুসলিম যুগলের নিকাহ অনুষ্ঠান দেখতে দু-পক্ষের পরিবার, আত্মীয়দের পাশাপাশি দর্শক হিসাবে মন্দির চত্বরে উপস্থিত ছিলেন এলাকার হিন্দু বাসিন্দারাও। মূলত সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়তেই মন্দির চত্বরে মুসলিম যুগলের বিয়ে হল বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

রামপুরের ঠাকুর সত্যনারায়ণ মন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি বিনয় শর্মা বলেন, “এই মন্দিরটি বিশ্ব হিন্দু পরিষদ (VHP) পরিচালিত এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) জেলা অফিস। বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এবং এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) বিরুদ্ধে অভিযোগ, এই দুই সংগঠন মুসলিম-বিরোধী। কিন্তু, এই মন্দির চত্বরেই এক মুসলিম যুগলের বিয়ে হল। সনাতন ধর্ম যে সকলকে অন্তর্ভুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে, এটা তার নজির।”

মুসলিম সম্প্রদায়ভুক্ত হয়েও VHP পরিচালিত হিন্দু মন্দিরে তাঁর মেয়ের বিয়ের ব্যাপারে সকলেক সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছে কনের বাবা মহেন্দ্র সিং মালিক। তাঁর মেয়ে এবং জামাই- দুজনেই সিভিল ইঞ্জিনিয়ার। হিন্দু মন্দিরে মেয়ের বিয়ে দিতে অভিভূত মহেন্দ্র সিং মালিক। রামপুরে যে সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থাকেন, তারই বার্তা এই বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের কাছে পৌঁছল বলে মনে করেন তিনি।