Child Abuse: মেয়েটির পিছু নিয়ে শৌচালয়ে ঢোকেন যুবক, এরপরই থরথর করে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে নাবালিকা…
Pune News: গত ২ এপ্রিল ঘটনাটি ঘটে। ওই নাবালিকা রেল স্টেশনের কাছে একটি সুলভ শৌচালয়ে গিয়েছিল।
পুণে: চারপাশে বাড়ছে নৃশংসতা। ঘৃণ্য প্রবৃত্তি ক্রমেই মাথা চাড়া দিচ্ছে সমাজের একটা অংশের মধ্যে। একের পর এক ধর্ষণ, খুনের অভিযোগ। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের আঙুল যাদের দিকে, তারা পূর্ব পরিচিত। পুণের একটি ঘটনা সামনে এসেছে। সুলভ শৌচালয়ে গিয়েছিল ১২ বছরের নাবালিকা। আশেপাশে আর কেউ ছিল না। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগান এলাকার এক যুবক। নাবালিকার পিছু পিছু শৌচালয়ে ঢোকেন তিনি। মেয়েটিকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। মহারাষ্ট্রের পুণে রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। টাইমস নাও’য়ের খবর অনুযায়ী, ওই নাবালিকার কাকা অভিযুক্তকে ওই সুলভ শৌচালয় থেকে বেরোতে দেখেন। তাতেই সন্দেহ হয়। এরপরই সামনে আসে আসল ঘটনা। জানা গিয়েছে, ১২ বছরের ওই নাবালিকাকে যিনি ধর্ষণ করেছেন তাঁর বয়স ৩৫ বছর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কিশোরীর বাবার সঙ্গে পরিচয় রয়েছে অভিযুক্ত যুবকের। এমনকী মাঝেমধ্যে ওই নাবালিকার বাড়িতেও যেতেন তিনি।
গত ২ এপ্রিল ঘটনাটি ঘটে। ওই নাবালিকা রেল স্টেশনের কাছে একটি সুলভ শৌচালয়ে গিয়েছিল। ওই যুবক নাবালিকাকে অনুসরণ করে সেখানে ঢোকে। অভিযোগ, শৌচালয়ের ভিতরই ওই নাবালিকাকে শারীরিকভাবে হেনস্থা করে। অভিযোগ, ধর্ষণ করা হয় তাকে। এরপরই সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত। কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে নির্যাতিতা। ওই নাবালিকার কাছে সমস্ত ঘটনা শুনে পরিবার স্থানীয় থানায় যায়। পকসো আইনে মামলা দায়ের হয়। এরপরই পুলিশের হাতে ধরা পড়েন অভিযুক্ত যুবক। নাবালিকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে।
মাসখানেক আগে মহারাষ্ট্রের মুশি তালুকে এরকমই একটি ঘটনা ঘটে। সেখানে বাবার বিরুদ্ধে মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বাড়িতে একা ছিল মেয়ে। অভিযোগ, সেই সময়ই তার বাবা তাকে যৌন নিগ্রহ করে। শিশুনিগ্রহের প্রবণতা ক্রমেই বাড়ছে। বিভিন্ন রাজ্যেই এই ছবি দেখা যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, পরিচিত কিংবা আত্মীয়ের দ্বারা এই নির্যাতনের শিকার হচ্ছে তারা। পকসো আইন থেকে শিশু ও নারী অধিকার কমিশনের সতর্কতা, কোনও কিছুই এই অপরাধ প্রবণতাকে ঠেকাতে পারছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: Magrahat Murder: পালানোর চেষ্টা ভিনরাজ্যে, মগরাহাটকাণ্ডে টালিগঞ্জ থেকে গ্রেফতার জানে আলম মোল্লা
আরও পড়ুন: Weather Update: একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, কোথায় কোথায়, জানাল মৌসম ভবন