Sharad Pawar: ‘ওকে সবাই ভুল বোঝে…’ ভাইপো অজিতের প্রশংসায় পঞ্চমুখ শরদ পওয়ার! হঠাৎ হলটা কী?

NCP Crisis: অজিত পওয়ারের প্রশংসা করে শরদ পওয়ার তাঁর আচরণের ব্যাখ্যাও দেন। তিনি বলেন, "অজিত স্বভাবগত ভাবেই একটু আলাদা। ও এমন একজন যে মাটির সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে, ময়দানে নেমে কাজ করতে পছন্দ করে।"

Sharad Pawar: 'ওকে সবাই ভুল বোঝে...' ভাইপো অজিতের প্রশংসায় পঞ্চমুখ শরদ পওয়ার! হঠাৎ হলটা কী?
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 7:05 AM

মুম্বই: তিনদিনেই মত বদল। মঙ্গলবারে সকলকে অবাক করে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন প্রবীণ নেতা শরদ পওয়ার(Sharad Pawar)। কিন্তু দলীয় নেতা-কর্মীদের অনুরোধে শুক্রবারই সেই সিদ্ধান্ত বদল করে ফেললেন শরদ পওয়ার। কোর কমিটির বৈঠকে তাঁকেই দলের সভাপতি রাখার প্রস্তাবনা পাশ করার পরই তিনি ইস্তফা প্রত্যাহার করে নেন। নতুন করে এনসিপির সভাপতি পদে যখন ফিরলেন শরদ পওয়ার, তখন দলের বাকি সদস্যদের আনন্দিত-উচ্ছসিত দেখালেও, কোথাও দেখা যায়নি তাঁর ভাইপো অজিত পওয়ার(Ajit Pawar)-কে। শরদ পওয়ারের ক্ষমতায় ফেরার মুহূর্তে অজিত পওয়ারের এই অনুপস্থিতি ঘিরেই ফের একবার দলীয় কোন্দলের ইঙ্গিত মিলেছিল। কিন্তু শনিবার শরদ পওয়ারের মুখে শোনা গেল শুধুই ভাইপোর প্রশংসা। তিনি বলেন, “অজিত পওয়ারকে নিয়ে অনেকের মনে ভুল ধারণা রয়েছে। এনসিপির কঠোর পরিশ্রমী সদস্য ও।”

বারামতীতে এনসিপির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই দলের অন্দরে বিরোধ এবং ভাইপো অজিত পওয়ারের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। জবাবে তিনি বলেন, “আমার ভাইপোকে ঘিরে একটা সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক কথা হয়েছিল যে ও বিজেপিতে যোগদান করবে, কিন্তু কিছু হয়েছে কি? ওকে ঘিরে যে জল্পনাগুলি তৈরি হয়েছিল, তাতে কোনও সত্যতা নেই।”

অজিত পওয়ারের প্রশংসা করে শরদ পওয়ার তাঁর আচরণের ব্যাখ্যাও দেন। তিনি বলেন, “অজিত স্বভাবগত ভাবেই একটু আলাদা। ও এমন একজন যে মাটির সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে, ময়দানে নেমে কাজ করতে পছন্দ করে এবং ফলাফলের দিকে তাকিয়ে থাকে। ও সংবাদমাধ্য়মের সঙ্গে খোলামেলাভাবে মিশতে পারে না, নিজের প্রচার নিয়েও চিন্তিত নয়। ও দল ও রাজ্যের জন্য কাজ করছে। কিন্তু অনেকের মনে ওঁর সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে।”

উল্লেখ্য, গত মাসের শুরু থেকেই শোনা যাচ্ছিল জোটসঙ্গী শিবসেনার মতো এনসিপির অন্দরেও ফাটল ধরেছে। কাকা-ভাইপোর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, এনসিপি ছাড়ার পরিকল্পনা করছেন অজিত পওয়ার। কাকা শরদ পওয়ারের ছত্রছায়া থেকে বের হয়ে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও বারংবারই এই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন অজিত পওয়ার। এই টালমাটাল পরিস্থিতির মাঝেই সকলকে চমকে দিয়ে এনসিপি সভাপতি পদ থেকে ইস্তফা দেন শরদ পওয়ার। ভাইপোর জন্য়ই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, এমনটাই শোনা যায়। অন্যদিকে, অজিত পওয়ারও প্রকাশ্য়ে কাকার এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। কিন্তু শেষ অবধি দলীয় কর্মীদের বিক্ষোভ ও নেতাদের চাপের মুখে পড়ে ইস্তফা প্রত্যাহার করে নেন শরদ পওয়ার।