Jayant Patil: আর্থিক তছরুপ মামলায় এনসিপি নেতা জয়ন্ত পাটিলকে তলব ইডির
ED Summon: বৃহস্পতিবার সকালেই জানা যায় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আইএল অ্যান্ড এফএস আর্থিক তছরুপ মামলায় জেরার জন্য এনসিপি নেতা জয়ন্ত পাটিলকে তলব করা হয়েছে।
মুম্বই: টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি। জাতীয় দলের তকমা খোয়ানো থেকে শুরু করে দলের সভাপতি পদ নিয়ে নাটকীয়তা। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির অন্দরে একের পর এক ডামাডোল চলছেই। এরই মধ্য়ে বড় মোড়। এনসিপি নেতা তথা রাজ্য় সভাপতি জয়ন্ত পাটিল(Jayant Patil)-কে তলব করল ইডি (Enforcement Directorate)। ইনফ্রাস্টাকচর লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসে বেনিয়মের অভিযোগের তদন্তেই এনসিপি নেতাকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১২ মে তাঁকে ইডি দফতরে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার সকালেই জানা যায় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আইএল অ্যান্ড এফএস আর্থিক তছরুপ মামলায় জেরার জন্য এনসিপি নেতা জয়ন্ত পাটিলকে তলব করা হয়েছে। এর আগে এই মামলাতেই মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেকেও তলব করা হয়েছিল। কোহিনূর কন্সট্রাকশন নামক একটি সংস্থাকে কেন বরাত দেওয়া হয়েছিল, তা নিয়েই জেরা করা হয়েছিল রাজ ঠাকরেকে।
জানা গিয়েছে, ইনফ্রাস্টাকচর লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস সংস্থা ২০১৮ সালে নিজেদের দেউলিয়া ঘোষণা করে। অভিযোগ, কোহিনূর সিটিএনএল নামক একটি নির্মাণ সংস্থায় বিনিয়োগ করেছিল আইএল অ্যান্ড এফএস সংস্থা। দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে আর্থিক বেনিয়মের অভিযোগ আনা হয় আইএল অ্যান্ড এফএস সংস্থার বিরুদ্ধে। এরপরই ২০১৯ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করে। এর আগে ইডির তরফে ওই সংস্থার বেশ কয়েকজন অডিটরকেও জেরা করা হয়েছিল। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার সেই মামলায় তলব করা হল এনসিপি নেতা জয়ন্ত পাটিলকে।