AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sharad Pawar: বিরোধী জোটে বড় ধাক্কা, আজকের বৈঠকে থাকবেন না শরদ পওয়ার

Opposition Meeting: বেঙ্গালুরুর বিরোধী জোটের বৈঠক এড়াতে পারেন শরদ পওয়ার। এনসিপির হয়ে হাজির থাকবেন কেবল শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। কী কারণে শরদ পওয়ার আজকের বৈঠকে তিনি যোগ দেবেন না, সে সম্পর্কেও কিছু জানানো হয়নি।

Sharad Pawar: বিরোধী জোটে বড় ধাক্কা, আজকের বৈঠকে থাকবেন না শরদ পওয়ার
শরদ পাওয়ারImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 9:46 AM
Share

বেঙ্গালুরু: পটনার বিরোধী জোটের বৈঠকের পরই ভাঙন ধরেছিল শরদ পওয়ারের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি(Nationalist Congress Party)-তে। ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar) দলের অন্দরে বিদ্রোহ ঘোষণা করেন এবং ৮ বিধায়ককে নিয়ে বিজেপি-শিবসেনার জোট শাসিত মহারাষ্ট্র সরকারে যোগ দেন। ভাইপোর এই বিশ্বাঘাতকতায় যথেষ্ট ধাক্কা খেয়েছেন অশীতিপর শরদ পওয়ার (Sharad Pawar)। এবার জানা গেল, সোমবারের বিরোধী জোটের বৈঠকে (Opposition Meeting) যোগ দিচ্ছেন না শরদ পওয়ার। তাঁর পরিবর্তে কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Sule) বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে পারেন

গত ২৩ জুন বিহারের পটনায় বিরোধী জোটের প্রথম বৈঠক বসেছিল। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন এনসিপি নেতা শরদ পওয়ার।  কিন্তু এরপরই এনসিপিতে ভাঙন ধরে। ভাইপো অজিত পওয়ারের বিদ্রোহে টালমাটাল পরিস্থিতির সম্মুখীন হয় এনসিপি। বর্তমানে দলের নাম ও প্রতীক নিয়েও টানাটানি শুরু হয়েছে। নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে দুই পক্ষ। এই পরিস্থিতিতে আজকের বিরোধী জোটের বৈঠক অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ ছিল, কারণ জোটের আলোচনায় প্রবীণ নেতা অন্য়তম কাণ্ডারীর ভূমিকা পালন করছিলেন।

এ দিন সকালেই সূত্র মারফত জানা যায়, বেঙ্গালুরুর বিরোধী জোটের বৈঠক এড়াতে পারেন শরদ পওয়ার। এনসিপির হয়ে হাজির থাকবেন কেবল শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। কী কারণে শরদ পওয়ার আজকের বৈঠকে তিনি যোগ দেবেন না, সে সম্পর্কেও কিছু জানানো হয়নি।

যদিও কিছু সময় পরেই এনসিপির মুখপাত্র জানান, আজকের বৈঠক ও নৈশভোজে যোগ না দিলেও, আগামিকালের মূল বৈঠকে উপস্থিত থাকবেন শরদ পওয়ার।

আজকের বৈঠকে মোট ২৪টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সনিয়া গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যেপাধ্যায়, অরবিন্দ কেজরীবাল, নীতীশ কুমারের মতো শীর্ষ নেতৃত্বরা আজকের বৈঠকে উপস্থিত থাকবেন। তবে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগ্নমোহন রেড্ডি, চন্দ্রবাবু নাইডু ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই বৈঠকে যোগ দেবেন না বলেই জানা গিয়েছে।