Netaji Subash Chandra Bose Disappearance Mystery: মৃত্যুর আগে তাসখন্দে ‘বিশেষ ব্যক্তি’র দেখা পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, রামভবনের ভগবানজিই কি আসলে নেতাজি?
Netaji Subash Chandra Bose: ১৯৪৫ সালে অন্তর্ধানের কয়েক বছর পর নেতাজি ভারতে ফিরে এসেছিলেন। তবে সম্পূর্ণ ভিন্ন রূপে, ভিন্ন বেশে। নেতাজির উধাও হয়ে যাওয়ার কয়েক বছর পর উত্তর প্রদেশের ফৌজাবাদের রামভবনে থাকতে শুরু করেন এক বাঙালি সন্ন্যাসী। তাঁর নাম ছিল ভগবানজি। মতান্তরে মহাকাল ও গুমনামী নামও শোনা যায় তাঁর।

‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব‘। বাঙালির রক্ত ফুটে উঠেছিল এই ডাকে। শুধু বাঙালিরই নয়, নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhash Bose) ছিলেন গোটা দেশের গর্ব। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হলেও, দেশের স্বাধীনতা অর্জনে নেতাজির ভূমিকা বা অবদান কতটা, তা বলার অপেক্ষা রাখে না। সুভাষ চন্দ্র বসুর জন্ম, বেড়ে ওঠা, স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠার কাহিনি কম-বেশি সকলের জানা। তবে যে বিষয়টি ঘিরে আজও রহস্য রয়ে গিয়েছে, তা হল নেতাজির অন্তর্ধান। সত্যিই কি নেতাজি তাইপেইয়ের বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নাকি তিনি গুমনামী বাবা হিসাবে ফিরে এসেছিলেন, নেতাজির জন্মদিনে ফিরে দেখা যাক সেই তত্ত্বগুলিই। ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন...
