Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arvind Kejriwal: হাইকোর্টে ফের ধাক্কা কেজরীবালের, দ্রুত শুনানির আবেদন খারিজ

Delhi High Court: বৃহস্পতিবার রাতে আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করে ইডি। পরের দিন দিল্লির রইস অ্যাভিনিউ কোর্ট ২৮ মার্চ অবধি ইডি হেফাজতের নির্দেশ দেয়। তা চ্যালেঞ্জ করে শনিবার দিল্লি হাইকোর্টে আবেদন জানানো হয়। রবিবারের মধ্যে শুনানি শুরুর আবেদন করা হয়েছিল। দ্রুত শুনানিতে আগ্রহ দেখাল না আদালত।

Arvind Kejriwal: হাইকোর্টে ফের ধাক্কা কেজরীবালের, দ্রুত শুনানির আবেদন খারিজ
কেজরীবাল
Follow Us:
| Updated on: Mar 23, 2024 | 9:59 PM

নয়াদিল্লি: ফের আদালতে ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরীর আইনজীবীরা। এবং নিম্ন আদালতের ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশকেও চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন। এ নিয়ে দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয়েছিল দিল্লি হাইকোর্টে। কিন্তু দ্রুত শুনানির আবেদনে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, পরের সপ্তাহে হবে এই মামলার শুনানি।

বৃহস্পতিবার রাতে আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করে ইডি। পরের দিন দিল্লির রইস অ্যাভিনিউ কোর্ট ২৮ মার্চ অবধি ইডি হেফাজতের নির্দেশ দেয়। তা চ্যালেঞ্জ করে শনিবার দিল্লি হাইকোর্টে আবেদন জানানো হয়। রবিবারের মধ্যে শুনানি শুরুর আবেদন করা হয়েছিল। দ্রুত শুনানিতে আগ্রহ দেখাল না আদালত। পরের সপ্তাহে বুধবার এই আবেদনের শুনানির কথা জানানো হয়েছে আদালতের তরফে। হোলি উৎসবের জন্য সোম এবং মঙ্গলবার বন্ধ থাকবে আদালত। সেই ছুটির পর হাইকোর্ট যখন খুলবে তখনই কেজরীর আবেদন শুনবে হাইকোর্ট।

ইডি-র গ্রেফতারি এড়াতে আগেই দিল্লি হাইকোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন কেজরী। কিন্তু কেজরীকে রক্ষাকবচ দেয়নি হাইকোর্ট। এর পরই ইডি গ্রেফতার করে কেজরীবালকে।

গ্রেফতারির পর জেল থেকেই বিবৃতি দিয়েছেন কেজরীবাল। তাঁর স্ত্রী সুনীতা কেজরীবাল অরবিন্দের সেই বার্তা জানিয়েছেন দেশবাসী এবং তাঁদের সমর্থকদের। এই গ্রেফতারিকে ষড়যন্ত্র অ্যাখ্যা দিয়েছে আম আদমি পার্টি। দেশের বিভিন্ন বিরোধী দলও এই গ্রেফতারির প্রবল সমালোচনা করেছে। আবগারি মামলায় গ্রেফতারি নিয়ে আদালত কী বলে সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলে।