AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi on Operation Sindoor: ‘মহিলাদের সিঁদুর মোছার মূল্য এখন প্রত্যেক জঙ্গি জেনে গিয়েছে’, হুঙ্কার মোদীর

PM Modi on Operation Sindoor: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারতীয় সেনার এই প্রত্যাঘাত অভিযানের নাম ছিল 'অপারেশন সিঁদুর'।

PM Modi on Operation Sindoor: 'মহিলাদের সিঁদুর মোছার মূল্য এখন প্রত্যেক জঙ্গি জেনে গিয়েছে',  হুঙ্কার মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Follow Us:
| Updated on: May 12, 2025 | 9:53 PM

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের পর প্রথমবার জাতির উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গিদের কীভাবে জবাব দেওয়া হয়েছে, সেকথা তুলে ধরলেন। পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন। একইসঙ্গে বুঝিয়ে দিলেন, ভারত কোনও হামলা বরদাস্ত করবে না। তার যোগ্য জবাব দেওয়া হবে। জঙ্গি হামলার জবাব দিতে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর যে শুধুমাত্র নাম নয়, সেকথা তুলে ধরলেন। বললেন, অপারেশন সিঁদুর ন্যায়ের অখণ্ড প্রতিজ্ঞা।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে হামলা চালানো হয়। জঙ্গি এই হামলার ১৫ দিনের মাথায় জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারতীয় সেনার এই প্রত্যাঘাত অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’।

সোমবার জাতির উদ্দেশে ভাষণে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গত ২২ এপ্রিল নাগরিকদের নৃশংসভাবে মারা হয়েছে। ধর্ম জানতে চেয়ে সন্তানদের কাছে হত্যা করা হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা আমার কাছে কষ্টদায়ক। এই হামলার পর দেশবাসী চেয়েছিলেন, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

এরপরই অপারেশন সিঁদুরের কথা তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “অপারেশন সিঁদুর শুধুমাত্র একটা নাম নয়। এটা আমাদের মানুষের আবেগের বহিঃপ্রকাশ। এটা ন্যায়ের অখণ্ড প্রতিজ্ঞা।” প্রধানমন্ত্রী বলেন, মহিলাদের সিঁদুর মোছার মূল্য এখন প্রত্যেক জঙ্গি জেনে গিয়েছে। অপারেশন সিঁদুরে একশোর বেশি কুখ্যাত জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।