Govt Employees Salary: বেতন পাচ্ছেন না খোদ মুখ্যমন্ত্রীই, মুখের দিকে চেয়ে আরও ৮ লক্ষ সরকারি কর্মী
Bihar: মুখ্যমন্ত্রী থেকে বিধায়ক, মন্ত্রী, সরকারি আমলারা কেউই বেতন পাচ্ছেন না। দুই মাস হয়ে গিয়েছে, কারোর অ্যাকাউন্টে এখনও বেতনের এক টাকাও ঢোকেনি।

পটনা: এ কী কাণ্ড! বেতন পাচ্ছেন না সরকারি কর্মীরা। কার কাছে অভিযোগ জানাবেন? খোদ মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টেও যে ঢোকেনি বেতন। চরম আতান্তরে পড়েছেন প্রায় ৮ লক্ষ কর্মী। কবে বেতন পাবেন, তা কিছুই জানেন না।
পড়শি রাজ্য বিহারে এমন কাণ্ড ঘটেছে। সেখানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে বিধায়ক, মন্ত্রী, সরকারি আমলারা কেউই বেতন পাচ্ছেন না। দুই মাস হয়ে গিয়েছে, কারোর অ্যাকাউন্টে এখনও বেতনের এক টাকাও ঢোকেনি।
জানা গিয়েছে, নতুন সফটওয়্যার সিস্টেমের কারণেই যাবতীয় সমস্যা। গত ৩ জানুয়ারি সিএফএমএস ২.০ নামক নতুন একটি সফটওয়্যার আনা হয়, সেই সিস্টেমেই প্রযুক্তিগত ত্রুটি হওয়ায় আটকে গিয়েছে প্রায় ৮ লক্ষ কর্মীর বেতন।৩ লাখ আঞ্চলিক কর্মী, ৫ লক্ষ শিক্ষক, ৫০ হাজার চুক্তিভিত্তিক কর্মী ডিসেম্বর ও জানুয়ারির বেতন পাননি।
রাজ্য অর্থ দফতরের তথ্য অনুযায়ী, বেতন দেওয়ার জন্য প্রতি মাসে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হয় সরকারের।
শুধু তো সরকারি কর্মীরা নন, খোদ মুখ্যমন্ত্রীর বেতনও দুই মাস ধরে আটকে। মন্ত্রী-বিধায়করাও বেতন পাচ্ছেন না। সরকারি যাবতীয় বিল পেমেন্টও বাকি এই সিস্টেম গড়বড়ের কারণে। উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী গত ২৭ ডিসেম্বর জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই সমস্যর সমাধান হয়ে যাবে। কিন্তু দুই মাস পার করেও এখনও সেই সমস্যার সমাধান হয়নি।
রাজ্য অর্থ দফতরের তথ্য অনুযায়ী, বেতন দেওয়ার জন্য প্রতি মাসে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হয় সরকারের।





