AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘আপনি আমায় ভুল প্রমাণ করেছেন’, প্রধানমন্ত্রীর হাত ধরে আবেগে ভাসলেন পদ্ম সম্মান প্রাপক শিল্পী

Padma Awards: চলতি বছরে কেন্দ্রীয় সরকারের তরফে মোট ১০৬ জনকে পদ্ম সম্মানের সম্মানিত করা হয়েছে। বুধবার মোট ৫২ জনকে কেন্দ্রের তরফে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়।

PM Narendra Modi: 'আপনি আমায় ভুল প্রমাণ করেছেন', প্রধানমন্ত্রীর হাত ধরে আবেগে ভাসলেন পদ্ম সম্মান প্রাপক শিল্পী
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে পদ্ম পুরস্কার প্রাপক রশিদ আহমেদ।
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 7:20 AM
Share

নয়া দিল্লি: দেশের প্রাচীন শিল্পকলা সংরক্ষণের উপরে বরাবরই জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পেশার সঙ্গে যুক্ত শিল্পীদেরও দেওয়া হয়েছে যোগ্য সম্মান। এবারের পদ্ম সম্মান প্রাপকদের তালিকাতেও সমাজ সংস্কারকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের কলাকুশলীদের স্থান দেওয়া হয়েছিল। এমনই এক শিল্পী হলেন রশিদ আহমেদ কাদরি। কর্নাটকের বাসিন্দা রশিদ বিদরি হস্তশিল্পের সঙ্গে যুক্ত। বুধবার বিকেলে নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তিনি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী (Padma Shree) পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তাঁকে ব্য়ক্তিগতভাবে অভিনন্দন জানাতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপচারিতাও হয়। প্রধানমন্ত্রী মোদী যখন অভিনন্দন জানান, জবাবে রশিদ আহমেদ বলেন, “আপনি আমায় ভুল প্রমাণ করেছেন।”

 কোন প্রসঙ্গে এ কথা বললেন কর্নাটকের হস্তশিল্পী? 

একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, পদ্ম পুরস্কার প্রাপক রশিদ আহমেদ কাদরির সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তাদের দুইজনকে কথা বলতেও দেখা যায়। দেশের রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম সম্মান পাওয়া পর আবেগঘন হয়ে পড়েন রশিদ আহমেদ। তিনি প্রধানমন্ত্রী মোদীকে জানান, তিনি ভেবেছিলেন বিজেপি সরকারের অধীনে তিনি পদ্ম সম্মান পাবেন না, এমনটাই বিশ্বাস ছিল তাঁর। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকার সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।

প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন আমি পদ্ম সম্মানের আশা করেছিলাম, কিন্তু তা পাইনি। এরপরে যখন আপনার সরকার (বিজেপি) ক্ষমতায় আসে, আমি কখনওই ভাবিনি যে বিজেপি সরকার আমায় কোনও সম্মান বা পুরস্কার দেবে। কিন্তু আপনি আমায় ভুল প্রমাণ করেছেন। এর জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

রশিদের এই কথায় প্রধানমন্ত্রী শুধু হাসেন এবং হাতজোড় করে নমস্কার জানান।

প্রসঙ্গত, চলতি বছরে কেন্দ্রীয় সরকারের তরফে মোট ১০৬ জনকে পদ্ম সম্মানের সম্মানিত করা হয়েছে। বুধবার মোট ৫২ জনকে কেন্দ্রের তরফে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়। পুরস্কার প্রাপকদের মধ্যে  ছিলেন দু’জন পদ্মবিভূষণ প্রাপক, পাঁচ জন পদ্মভূষণ এবং ৪৫ জন পদ্মশ্রী সম্মান প্রাপক।

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী প্রয়াত মুলায়ম সিং যাদবকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। তাঁর পুত্র তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব ও তাঁর গোটা পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে, লেখিকা তথা সমাজসংস্কারক সুধা মূর্তিও পদ্মবিভূষণ সম্মান পান। অনুষ্ঠানে সুধা মূর্তির পাশাপাশি তাঁর স্বামী তথা ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি, কন্যা আকসাতাও উপস্থিত ছিলেন, যিনি আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী। এছাড়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন।