Pahalgam Attack: পহেলগাঁও এফেক্ট! অর্ডন্যান্স ফ্যাক্টরির সমস্ত কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিলের নির্দেশ
Pahalgam Attack: শুক্রবার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজারের তরফে একটি সার্কুলার জারি করা হয়েছে। নোটিসে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষের আদেশ অনুসারে কর্মীদের ছুটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। কেবলমাত্র বাধ্যতামূলক পরিস্থিতিতেই ছুটি গ্রাহ্য হবে।

মুম্বই: পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু নিধনের ১৩ দিন পার। এখনও পর্যন্ত অধরা জঙ্গিরা। এখনও চলছে তল্লাশি। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের চন্দ্রপুরের ভদ্রাবতী অর্ডন্যান্স ফ্যাক্টরির সমস্ত কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল। যারা ছুটিতে গিয়েছিলেন তাদের সকলকে অবিলম্বে ফিরিয়ে আনার নির্দেশ। ছুটিতে থাকা সকল কর্মচারীকে অবিলম্বে কারখানায় ফিরে আসার নির্দেশ জারি করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কারখানাটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসী হামলার এবং বর্তমান পরিস্থিতির কথা ভেবেই এই পদক্ষেপ করা বলে মনে করা হচ্ছে।
শুক্রবার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজারের তরফে একটি সার্কুলার জারি করা হয়েছে। নোটিসে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষের আদেশ অনুসারে কর্মীদের ছুটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। কেবলমাত্র বাধ্যতামূলক পরিস্থিতিতেই ছুটি গ্রাহ্য হবে।
এতদিন পেরিয়ে গিয়েছে, তবুও কেন জঙ্গিদের ধরা যাচ্ছে না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশকে। জানা যাচ্ছে, সেনা চাইছে এই হত্যাকারীদের জীবিত গ্রেফতার করতে। তাই যথেষ্ট সাবধনতার সঙ্গে অপারেশন চালাতে হচ্ছে।

