AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Terror Attack: বৈসরনে গুলি চালাচ্ছিল জঙ্গিরা, তখনই ‘আল্লাহ-হু-আকবর’ কেন বলেছিল জিপ লাইন অপারেটর?

Pahalgam Terror Attack: জঙ্গিদের খুঁজতে গিয়েই সামনে এসেছে একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে নীচে যখন গুলি চলছিল, তখন জিপ লাইন অপারেটর আল্লাহ-হু-আকবর বলছেন। এরপরই তাঁর উপরে সন্দেহ তৈরি হয়েছিল।

Pahalgam Terror Attack: বৈসরনে গুলি চালাচ্ছিল জঙ্গিরা, তখনই 'আল্লাহ-হু-আকবর' কেন বলেছিল জিপ লাইন অপারেটর?
জিপ লাইন অপারেটর।Image Credit: X
| Edited By: | Updated on: May 04, 2025 | 12:41 PM
Share

শ্রীনগর: বৈসরনে জঙ্গি হামলার ছবি এখন সবার সামনে স্পষ্ট। পর্যটকরা যখন আনন্দে মেতে, তখনই জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালিয়েছিল। এভাবেই হত্যা করেছে ২৬ জন পর্যটককে। জঙ্গিদের খুঁজতে গিয়েই সামনে এসেছে একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে নীচে যখন গুলি চলছিল, তখন জিপ লাইন অপারেটর “আল্লাহ-হু-আকবর” বলছেন। এরপরই তাঁর উপরে সন্দেহ তৈরি হয়েছিল। তাহলে কী জঙ্গিদের সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যক্তিও?

এক ব্যক্তি জিপ লাইনে চড়ছিলেন, তখনই বৈসরনে জঙ্গি হামলা চলে। ওই ব্যক্তি নিজের ফোনে ভিডিয়ো রেকর্ড করছিলেন, তাতেই দেখা যায়, গুলি চলার ঠিক এক সেকেন্ড আগেই তিনবার ‘আল্লাহ হু আকবর’ বলছেন জিপ লাইন অপারেটর। ভাইরাল ওই ভিডিয়ো নজরে আসতেই এনআইএ মঙ্গলবার তলব করে ওই জিপ লাইন অপারেটরকে।

মুজাম্মিল নামক ওই জিপ লাইন অপারেটর এনআইএ-কে জানিয়েছে, ওটা তাঁর স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। “হে ভগবান” বা “ওহ মাই গড” যেভাবে বলেন অনেকে, তেমনই নীচে জঙ্গিদের দেখে “আল্লাহ-হু-আকবর” বলে উঠেছিলেন।

এনআইএ-কে মুজাম্মিল জানিয়েছে, জঙ্গি হামলা দেখেই সে এত ভয় পেয়ে গিয়েছিল যে সোজা নেমে বাড়ি চলে আসে। সারাদিন আতঙ্কে ছিল। কারোর সঙ্গে কোনও কথা বলেনি। বিকেলে এক বন্ধুকে ফোন করে গোটা ঘটনাটি জানায়।

তবে এনআইএ-র আধিকারিকরা প্রশ্ন করেছেন, নীচে জঙ্গিদের গুলি চালাতে দেখেও কেন তাহলে ঋষি ভাট নামক ওই ব্যক্তি, যিনি জিপ লাইনে চড়ছিলেন, তাঁকে কেন নীচে ঠেলে দিয়েছিলেন? এই প্রশ্নের কোনও সদুত্তর দেয়নি মুজাম্মিল।

আপাতত এনআইএ ক্লিনচিটই দিয়েছে মুজাম্মিলকে। পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে ওই জিপ লাইন অপারেটরের সরাসরি কোনও যোগ নেই।