AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virender Sehwag on Pakistan: ‘জঙ্গি সম্পদ বাঁচাতে মরিয়া…,’ বাইশগজের মতোই পাকিস্তানকে ধুয়ে দিলেন বীরু

India vs Pakistan: পাকিস্তানি বোলারদের কাছে বরাবরই ত্রাস ছিলেন বীরু। শোয়েব আখতারের মতো এক্সপ্রেস গতির বোলাররা বরাবরই সে কথা বলে এসেছেন। সেই বীরেন্দ্র সেওয়াগ চরম বিরক্তি প্রকাশ করলেন পাকিস্তানের মানসিকতা নিয়ে। বাইশগজের মতোই ধুয়ে দিলেন পাকিস্তানকে। কী বলছেন তিনি?

Virender Sehwag on Pakistan: 'জঙ্গি সম্পদ বাঁচাতে মরিয়া...,' বাইশগজের মতোই পাকিস্তানকে ধুয়ে দিলেন বীরু
Image Credit: PTI FILE
| Updated on: May 09, 2025 | 6:59 PM
Share

ক্রিকেট কেরিয়ারে নানা স্মরণীয় ইনিংস খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান বোলারদের ত্রাস। ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। বরাবর স্পষ্ট কথা বলতেই ভালোবাসেন। পাকিস্তানের মাটিতে খেলা নানা স্মরণীয় ইনিংসের মধ্যে অবশ্যই বলতে হয় মূলতানের সেই ইনিংস। টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ। মাইলফলকে পৌঁছে ছিলেন ছয় মেরে। টেস্টও খেলতেন টি-টোয়েন্টির মেজাজে। পাকিস্তানি বোলারদের কাছে বরাবরই ত্রাস ছিলেন বীরু। শোয়েব আখতারের মতো এক্সপ্রেস গতির বোলাররা বরাবরই সে কথা বলে এসেছেন। সেই বীরেন্দ্র সেওয়াগ চরম বিরক্তি প্রকাশ করলেন পাকিস্তানের মানসিকতা নিয়ে। বাইশগজের মতোই ধুয়ে দিলেন পাকিস্তানকে। কী বলছেন তিনি?

পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যা করেছিল জঙ্গিরা। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এর দায়ও স্বীকার করেছিল। পাকিস্তান সরকার কোনও ব্যবস্থা নেয়নি। ভারত যে জবাব দেবে এমন প্রত্যাশাই ছিল। অপারেশন সিঁদুর এরই জবাব। পাকিস্তানের ভিতর এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। পরের পর জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের তরফে নানা চেষ্টা করা হচ্ছে ভারতকে পাল্টা দেওয়ার। এতে নিরীহ মানুষের প্রাণহানি হচ্ছে। পাকিস্তানে জঙ্গিদের নিরাপত্তা দিতে এত উঠে পড়ে লেগেছে, যা নিয়ে বেজায় ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ।

জঙ্গিরাই পাকিস্তানের সম্পদ, এই ভাষাতেই আক্রমণ করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় বীরু লিখেছেন, ‘পাকিস্তানের কাছে সুযোগ ছিল চুপ থাকার। কিন্তু ওরা যুদ্ধটাকেই বেছে নিল। ওরা নিজেদের সম্পদ জঙ্গিদের বাঁচাতে বেশি মরিয়া। এর থেকেও ওদের মানসিকতা পরিষ্কার বোঝা যায়। আমাদের জওয়ানরাও ওদের ভাষাতেই এমন জবাব দেবে, পাকিস্তান জীবনে সেটা ভুলতে পারবে না।’