India-Pakistan: এই বুঝি হামলা করল…, ভয়েই মরছে পাকিস্তান! ভারতকে বোঝাতে আমেরিকার ‘পা’ ধরল শরিফ
India-Pakistan: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে গিয়ে মার্ক রুবিও পহেলগাঁওয়ে নিহত ২৬ জনের প্রতি শোক প্রকাশ করেন, তেমনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তাও দেন।

বুধবার মার্কিন স্টেট সেক্রেটারি মার্ক রুবিও ফোন করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে। দুইজনের সঙ্গেই পহেলগাঁও জঙ্গি হামলা ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেন। দুইজনের কাছেই অনুরোধ করেন বিরোধ মিটিয়ে নেওয়ার।
একদিকে যেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে গিয়ে মার্ক রুবিও পহেলগাঁওয়ে নিহত ২৬ জনের প্রতি শোক প্রকাশ করেন, তেমনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তাও দেন।
অন্যদিকে, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে মার্কিন স্টেট সেক্রেটারি বলেছেন যে তাঁর উচিত ছিল পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করা। জানা গিয়েছে, ফোনে বার্তালাপের সময় শেহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে উসকানিমূলক আচরণের অভিযোগ এনেছে। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই করছে, তাতে বাধা সৃষ্টি করবে ভারতের আচরণ, এমনটাই দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী।
আরও জানা গিয়েছে, পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ সম্পূর্ণ অস্বীকার করে এই জঙ্গি হানার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন শেহবাজ শরিফ। আমেরিকার কাছে অনুরোধ করেছেন তারা যেন ভারতকে বোঝায়।
শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-

