Budget session Updates : ‘১ টাকা দিলে ১৫ পয়সা গরিব পেত, ভাবুন কত বড় হাতসাফাই হয়েছে’, কংগ্রেসকে তুলোধোনা মোদীর

Narendra Modi: বাজেট অধিবেশনে সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Budget session Updates : '১ টাকা দিলে ১৫ পয়সা গরিব পেত, ভাবুন কত বড় হাতসাফাই হয়েছে', কংগ্রেসকে তুলোধোনা মোদীর
সংসদে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 6:30 PM

নয়াদিল্লি: সংসদে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে যেমন এনডিএ সরকারের উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরছেন, তেমনই বিরোধীদের তীব্র আক্রমণ করেন মোদী। পড়ুন আপডেট…

সর্বশেষ তথ্য উপরে-

  1. নরেন্দ্র মোদী: ২০১৪ সালের আগে দেশে ৩৮৭টি মেডিক্যাল কলেজ ছিল। আর এখন ৭৮০টি মেডিক্যাল কলেজ। ২০১৪ সালের আগে মেডিক্যাল কলেজগুলিতে এসসিদের জন্য ৭৭০০ আসন সংরক্ষিত ছিল। আর এখন সেই আসন সংখ্যা ১৭ হাজার। আগে ওবিসিদের জন্য ১৪ হাজার আসন সংরক্ষিত ছিল। এখন তা বেড়ে হয়েছে ৩২ হাজার।
  2. নরেন্দ্র মোদী: তিন তালাকের সমাপ্তি ঘটিয়ে মুসলিম মহিলাদের তাঁদের অধিকার দেওয়া হয়েছে। যাঁরা সংবিধানকে পকেটে রেখে কথা বলেন, তাঁরা জানেন না কীভাবে মুসলিম মহিলাদের সারা জীবন যন্ত্রণার মধ্যে কাটাতে বাধ্য করেছেন।
  3. এই খবরটিও পড়ুন

  4. নরেন্দ্র মোদী: দিল্লিতে অনেক জায়গা দেখতে পাবেন, যেখানে একাধিক পরিবার তাদের মিউজিয়াম বানিয়েছে। আর আমরা পিএম মিউজিয়াম বানিয়েছি। যেখানে দেশের সব প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কযুক্ত তথ্য থাকছে। আমি চাই প্রধানমন্ত্রীদের পরিবার সেই মিউজিয়াম ঘুরে দেখে তাদের পরামর্শ দিক।
  5. নরেন্দ্র মোদী: ২০১৪ সালে বিরোধী দলনেতার মর্যাদা পাওয়ার জন্য কোনও দল নির্দিষ্ট আসন পাননি। কিন্তু, আমরা সংসদে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দলের নেতাকে বৈঠকে ডাকি। এটাই সংবিধানের প্রতি আমাদের দায়বদ্ধতা।
  6. নরেন্দ্র মোদী: কয়েকটি রাজনৈতিক দল যুব সমাজের ভবিষ্যতের জন্য আপদের মতো। তারা যুব সমাজের সঙ্গে প্রতারণা করছে। তারা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু, তা পূরণ করছে না।
  7. নরেন্দ্র মোদী: ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। এর সঙ্গে যদি ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরা হয়, তাহলে বেতনভোগীদের ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে আয়কর দিতে হবে না।
  8. নরেন্দ্র মোদী: দেশের বোন-কন্যাদের সমস্যা মেটাতে ১২ কোটি টয়লেট বানানো হয়েছে। গরিবদের জন্য ৪ কোটি বাড়ি বানানো হয়েছে। যাঁরা দারিদ্রের সঙ্গে লড়াই করেছেন, তাঁরাই বুঝবেন একটা ছাদের অর্থ। খোলা জায়গায় মলত্যাগ নিয়ে মহিলাদের যন্ত্রণার কথা বুঝবেন না অনেকে।
  9. নরেন্দ্র মোদী: জাকুজিতে নজর দেয়নি এনডিএ সরকার। বরং দেশের নাগরিকদের পানীয় জলের সংযোগ দিতে তৎপর হয়েছে। এনডিএ সরকারের আগে ৭৫ শতাংশ বাড়িতে জলের সংযোগ ছিল না। সেই সংখ্যাটা ১৬ কোটির বেশি পরিবার। আমাদের সরকার ৫ বছরে ১২ কোটি বাড়িতে জলের সংযোগ দিয়েছে।
  10. নরেন্দ্র মোদী: ১০ কোটি ভুয়ো সুবিধাপ্রাপকের নাম সরিয়েছি। প্রকৃত সুবিধাপ্রাপকদের চিহ্নিত করেছি। এই ভুয়ো ১০ কোটি সুবিধাপ্রাপকের নাম সরানোর ফলে ৩ লক্ষ কোটি টাকা ভুল হাতে যাওয়া থেকে বাঁচানো গিয়েছে।
  11. নরেন্দ্র মোদী: যাঁরা গরিবের ঝুপড়িতে ফোটো সেশন করে মনোরঞ্জন করেন, তাঁদের গরিবের বাসস্থানের কথা বোরিং লাগবেই।
  12. নরেন্দ্র মোদী: এনডিএ-র বিভিন্ন প্রকল্পের ফলে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন।
  13. নরেন্দ্র মোদী: আমরা সাধারণ মানুষের কাছে প্রকৃত উন্নয়নের সুবিধা পৌঁছে দিয়েছি। মিথ্যে স্লোগান নয়।
  14. নরেন্দ্র মোদী: এক প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন, ১ টাকা সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হলে, তাঁদের কাছে ১৫ পয়সা পৌঁছত। তাহলে বাকি ৮৫ পয়সা কোথায় যেত? আমরা এর সমাধান খোঁজার চেষ্টা করি। জনধন ও আধার আনি। সরাসরি সুবিধাপ্রাপকের অ্যাকাউন্টে টাকা পাঠাই। আমরা ৪০ লক্ষ কোটি টাকা সরাসরি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছি।