মহার্ঘ তরল সোনা: সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড পেট্রলের, দ্রুত ছুটছে ডিজেলও

বিভিন্ন রাজ্যের ভ্যালু অ্যাডেড ট্যাক্সেসের ওপর নির্ভর করে সেই শহরে পেট্রল-ডিজেলের দাম।

মহার্ঘ তরল সোনা: সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড পেট্রলের, দ্রুত ছুটছে ডিজেলও
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 29, 2021 | 12:43 PM

মুম্বই: লাগাতার দাম বাড়ছিল তরল সোনার। এ বার পেট্রলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেল। যা কি না এ পর্যন্ত পেট্রলের দামে রেকর্ড। দেশে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর লাগাতার দাম বেড়েছে পেট্রল ও ডিজেলের (Petrol-Diesel)। শনিবার রাজধানী-সহ মোট ৪ মেট্রো শহরে দাম বাড়ে তরল সোনার।

দাম বৃদ্ধির পর রাজধানীতে ১ লিটার পেট্রলের দাম ৯৩ টাকা ৯৪ পয়সা। ডিজেলের লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ৮৪ টাকা ৮৯ পয়সায়। মুম্বইয়ে পেট্রল সেঞ্চুরি হাঁকিয়েছে, বাণিজ্যির রাজধানীতে ১ লিটার পেট্রলের দাম ১০০ টাকা ১৯ পয়সা। সেখানে ডিজেলের লিটার প্রতি দাম ৯২ টাকা ১৭ পয়সা। চেন্নাইয়ে ১ লিটার পেট্রলের দাম ৯৫ টাকা ৫১ পয়সা। সেখানে ১ লিটার ডিজেলের দাম ৮৯ টাকা ৬৫ পয়সা। কলকাতায় ১ লিটার পেট্রলের দাম ৯৩ টাকা ৯৭ পয়সা। ১ লিটার ডিজেলের দাম ৮৭ টাকা ৭৪ পয়সা।

বিভিন্ন রাজ্যের ভ্যালু অ্যাডেড ট্যাক্সেসের (VAT) ওপর নির্ভর করে সেই শহরে পেট্রল-ডিজেলের দাম। তাই বিভিন্ন শহরে পেট্রল-ডিজেলের দাম ভিন্ন হয়। ইন্ডিয়ান ওয়েল করপোরেশন ও ভারত পেট্রলিয়াম বিশ্ব বাজারে পেট্রল-ডিজেলের দাম অনুযায়ী দেশে তরল সোনার দাম ঠিক করে। নতুন ঠিক হওয়া দাম জারি হয় রোজ সকাল ৬টা থেকে।

আরও পড়ুন: পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু কেন্দ্রের