AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ‘ফেরাতে হবে পাক অধিকৃত কাশ্মীর’, উত্তেজনার আবহে স্পষ্ট বার্তা মোদীর

India Pakistan Tensions: ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শনিবার কথা হয় প্রধানমন্ত্রী মোদীর। সেখানে তাঁর দাবি, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। বর্তমান পরিস্থিতির নিরিখে একটাই পথ রয়েছে।

PM Modi: 'ফেরাতে হবে পাক অধিকৃত কাশ্মীর', উত্তেজনার আবহে স্পষ্ট বার্তা মোদীর
প্রধানমন্ত্রী মোদীImage Credit: PTI
| Updated on: May 11, 2025 | 6:04 PM
Share

নয়াদিল্লি: চাই না কারওর মধ্যস্থতা, ফেরাতে হবে পাক অধিকৃত কাশ্মীর। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শনিবার কথা হয় প্রধানমন্ত্রী মোদীর। সেখানে তাঁর দাবি, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। বর্তমান পরিস্থিতির নিরিখে একটাই পথ রয়েছে, তা হল পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দেওয়া। এটা ছাড়া তাদের সঙ্গে আলোচনার আর কোনও পথ নেই।


সেই প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘তারা জঙ্গিদের আমাদের হাতে তুলে দেওয়ার কথা বলে, সেই নিরিখে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে পারি। এটা ছাড়া আমাদের আর কোনও বক্তব্য নেই। আর এই ইস্যুতে কোনও মধ্যস্থতাকারীরও প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না।’

শনিবার পাকিস্তানের আর্জিতে সংঘর্ষ বিরতির পথে হাঁটে ভারত। আগবাড়িয়ে আমেরিকা আবার দাবি করে, সেই মধ্যস্থতাতে হাত রয়েছে তাদের। কিন্তু ঘণ্টা খানেকের মধ্যেই ‘মোহভঙ্গ’। গতকালই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা। এবার সেই নিয়ে পারদ চড়িয়েছে ভারত। একদিকে সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে গুলির বদলে গোলা ছাড়ার নির্দেশ দিয়েছেন মোদী। পাশাপাশি, আবার মার্কিন ভাইস প্রেসিডেন্টকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরানো হলেই আলোচনা হতে পারে। আর এই ইস্যুতে কারওর কোনও মধ্যস্থতা প্রয়োজন নেই।’

সংবাদ সংস্থা ANI-এর তথ্য অনুযায়ী জেডি ভান্সকে মোদী স্পষ্ট জানিয়েছেন, ‘পাকিস্তান যদি কিছু করার চেষ্টা করে, তার প্রত্যাঘাতও আরও ভয়ঙ্কর হবে।’

প্রতিবেদনটি এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে লেখা।